ঝগড়া

ঝগড়া

তর্ক করবি আয়
আয় ঝগড়া করি মন ভরে
তোর নাক আমি ভাঙ্গি, আমারটা তুই
তুই যাবি উত্তরে, পশ্চিমে আমি
আমার নাটাই, তোর ঘুড়ি
তোর নাড়া, আমার লাট্টু—

আইসক্রিম ভেঙ্গে আয় আধখানা দিই
খেলে খা, না খেলে ভাগ
সাত চারার ঘর ভেঙ্গে চল ঝগড়া করি
ঝড় যদি ওঠে সামলাবি তুই
আমার গরজ নেই
বেহায়া হলে তুই হ, আমি কেন!

কথা বলব না- বলেছি, আড়ি
তুই কেন নাছোড়বান্দা, করছিস বাড়াবাড়ি
কোন একদিন আবার খেলব কাটাকুটি
তর্কের লাল দাগ হয়ে যাব পার
এখন তবে আর কাঁদছিস কেন?
ধ্যাৎ ঝগড়াটাই যে ভিজে হলো সার।

16 thoughts on “ঝগড়া

  1. বহুকাল পর আপনার এমন সরস এবং মজার একটি লিখা পড়লাম বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার বিশ্বাস ছিলো আপনি পড়বেন আজাদ ভাই। ধন্যবাদ। :)

  2. আজকে আপনার লিখায় দারুণ স্বতন্ত্রতা আছে কবি শাকিলা। সুন্দর ঝগড়া। :yes:

  3. মিষ্টি মিষ্টি ঝগড়া দিদি ভাই। শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. খুবই সুন্দর! ছেলে-মেয়ের খুনসুটি।কাছে পেলে আজ তোমার সাথে ঝগড়া বাঁধাতাম।

     শুভেচ্ছা জানবেন প্রিয় বোন আমার।

  5. বুঝলাম শৈশবে আছো । মনে পড়ে গেলো এইসব আড়ি ,কাটাকুটি খেলা –

    ভাল থেকো তুবা –

  6. সুন্দর লিখেছেন প্রিয়কবি।
    শৈশবে কত ঝগড়াই না করেছি।
    ছেলেবেলার কথা মনে পড়ে কবিতা পাঠে।

    সাথে থাকুন, পাশে রাখুন।
    শুভেচ্ছা জানাই।
    জয়গুরু

  7. আহারে ! কি যে দুষ্টু মিষ্টি একটা কবিতা… আমার এখন হারিয়ে যেতে ইচ্ছে করছে শৈশবের দিনগুলোতে। 

    তর্ক করবি আয় 

    আয় ঝগড়া করি মন ভরে

    তোর নাক আমি ভাঙ্গি , আমারটা তুই …

    অনবদ্য সৃষ্টি।  কবি আপু শাকিলা তুবা। শুভেচ্ছা নিরন্তর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।