উপোসী কুকুর পর্ব

আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর তাবৎ উচ্চকিত ও নিরুচ্চার নারীদের ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা জানিয়ে …

উপোসী কুকুর পর্ব

সন্ধ্যেয় কানাগলির আবছা আলোগুলো জ্বলে উঠলে
আমার শস্তার লিপস্টিক মাখানো রক্তঠোঁট নিজেরই দাঁতের নীচে রেখে
অপেক্ষায় থাকি অফিস ছুটি হওয়ার স্রোত ছিটকে দু একজনের,
যে বাবুটি প্রায়ই হাল্কা দেশির গন্ধ মেখে ঢুকে আসে বিন্দাস
আগে সেই ঠিক এরকমই মায়ের ঘরে পরিযায়ী হতো,
বন্ধ দরজার ওপারের ছায়াছবি কল্পনার পর্দা ডিঙিয়ে আজ আমারও বিছানায়,
রোজই এখন সেই একই দেশি গন্ধের আঁশটে ছোঁয়ায় নিজেকে নগ্ন হতে দেখি;
রোবটের কাছে আমি ও মা দুজনেই বীর্যপাতের মেশিন মাত্র,
শেষরাতে গলিপথ জুড়ে আবছা আলো, উপোসী কুকুর আর
দেশি গন্ধের মাঝে শূন্যে ভাসে
আমার আর মায়ের নগ্ন রেপ্লিকা।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

8 thoughts on “উপোসী কুকুর পর্ব

  1. নন্দিত বা নিন্দিত শব্দের আলোয় অসম্ভব সম্ভব এক বাস্তবতার চলচ্চিত্র। গ্রেট সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আজকের দিনে বেশী ভালো থেকো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. এভাবেই কি বংশপরম্পরায় চলবে ? এখন তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন এনজিও গুলো কাজ করছে । তাদের মেয়েরা অন্তত এই দুষ্টচক্র থেকে বের হয়ে আসুক । নারীর মুক্তি তো শুধু জীবন কাটানো না। অন্ধকার থেকে আলোতে আসার ব্যবস্থা করা । ভালো লিখেছেন সৌমিত্র । 

    1. গভীর মনযোগের শুভেচ্ছা বোন নাজমুন নাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার লেখা এবং ভাবনা ভীষণ প্রিয় লাগে।

    1. ভালো লাগলো জেনে কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. অসাধারণ মানের কবিতা। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।