টু হুম ইট মে কনসার্ন
দূরত্বের কিছু আলাদা সৌন্দর্য আছে
যেন চাঁদ জ্বলজ্বলে ওই দূরে
ঠিকানা খুঁজছো
আশ্রয় খুঁজছো
অনন্তর কোনো সুগন্ধি রাত
যা কি না জিহবা ভেজাবে
আলতো আশা জাগাবে
কিছুটা ক্ষোভ
অনেকটা তরুণাস্থির মতন
ভেঙে না গেলে ব্যথা লাগবে না
এ এমন এক চাঁদ
মহাকাশ ভ্রমণের গল্প যেন, খুবই সহজ
অথচ ঐ উপরে
তাকিয়ে আছো চাঁদ
অপার্থিব এক সুন্দরের দিকে।
সুন্দর কবিতা কবি বোন শাকিলা তুবা।
কবিতা খুব একটা যুতসই হয়েছে মনে হয় না। ধন্যবাদ সৌমিত্র দা।
দূরত্বের কিছু আলাদা সৌন্দর্য আছে যেমন আছে চাঁদের। সুন্দর উপমাময় লিখা।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
চাঁদ বা পূণিমায় আমার কিছু ভালো লাগা জড়িয়ে আছে। কবিতাকে আপন মনে হবার পেছনে এটাও অন্যতম একটি কারণ কবিবন্ধু শাকিলা তুবা। শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
কবিতার শিরোনাম অদ্ভুত সুন্দর প্রিয় দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
সুন্দরের শেষ নেই অনেক শুভেচ্ছা নিবেন কবি তুবা আপু
সুন্দরের শেষ নাই কবি আলমগীর সরকার ভাই।
কবিতা তো ভাল লেগেছে আর শিরোনামটা ভাল লেগেছে বেশি।
শুভেচ্ছা কবি।
ধন্যবাদ আনু আনোয়ার ভাই।
চলুক কবিতা। শুভেচ্ছা
চলুক কবিতা আবু সাঈদ ভাই।
সময়সময় মন চায় ঐ চাঁদে চলে যাই। সেখানে হয়তো কোনও সারা নেই, শব্দ নেই, হিংসা নেই, অহংকার নেই, দলাদলি নেই, অত্যাচার অবিচারও নেই! তাই ভাবি চাঁদেই শান্তি। ঔঁং শান্তি, ঔঁং শান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক!
ঔঁং শান্তি, ঔঁং শান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক!