মরুতে বেড়াতে এসে

মরুতে বেড়াতে এসে

মরুতে বেড়াতে এসে হই হতবাক
কোথায় তবে ঐ সিডনী আর লন্ডন
মনে হলো যেন, এখানে সকল ধন
চোখে পড়েনি বালি তাক, উটের ঝাঁক।

শূন্য সকল রাস্তা ঘাট, কই মানুষ
চলে গাড়ি ঘোড়া অবিরত ফিস্ ফিস্;
আইন কানুনেও নেই উনিশ বিশ
এতো সুন্দর এই মরু, হারাই হুশ।

রাতে এই ভুমি, সে যে কত ঝলমলে
তুলিতে আঁকা একটি ছবির মতন
কই ধূলি কই দাহ, আবাস রতন
বিদায় ছিল সিক্ত, স্বজন অশ্রুজলে।

7 thoughts on “মরুতে বেড়াতে এসে

  1. "রাতে এই ভুমি, সে যে কত ঝলমলে
    তুলিতে আঁকা একটি ছবির মতন
    কই ধূলি কই দাহ, আবাস রতন
    বিদায় ছিল সিক্ত, স্বজন অশ্রুজলে।"

    ___ মরু প্রবাসের চিত্র অসাধারণ ফুটে উঠেছে। যেখানেই থাকুন ভালো থাকুন কবি। :)

  2. প্রবাস যতা শান্তিরই হোক না পরবাসই থেকে যায়।

  3. লিখাটি পড়ে নস্টালজিক হলাম কবি সাইদুর রহমান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. এখানে সকল ধন। চোখে পড়েনি বালি তাক, উটের ঝাঁক। অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। 

  5. সুন্দর মরুদয় কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন————

  6. মরুবাসে অভিনন্দন কবি সাইদুর রহমান ভাই। ভালো থাকুন। 

  7. মরু জীবনের অভিজ্ঞতা পড়লাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।