নিরবধি

দশক চিনিনা সত্যি
কি ষাট কি শূন্য,
বুকের বাতাস কতটা পূবের
কতই বা পশ্চিমে।

চিনি ছেঁড়া ছেঁড়া শতরঞ্জি এক
আজো রঙ যার শক্ত পাখা বটে
এখনো চোত-বোশেখের মরাল বিভায়
কেঁপে ওঠা স্বর্ণাবতী একমাঠ ধান।

কবি চিনিনা নামি বা অনামি
নতুন কিংবা প্রাচীন
নখের ঝিনুকে এঁকে সমগ্র পৃথিবী
তাকিয়ে কাটাতে পারে একটি জীবন—

আমি শুধু তোমাকেই জানি
কবি, আমি শুধু তোমাকেই চিনি।

24 thoughts on “নিরবধি

  1. দারুণ লিখেন বরাবরই। শুভেচ্ছা রইলো।

  2. কবিতাটা খুব ভাল লাগল। ভালবাসা কবির প্রতি।

  3. অসাধারণ প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।

  4. ভীষণ পছন্দ হলো কবিতাটি। শুভেচ্ছা প্রিয় কবি দি। 

  5. সুপার ডুপার কবিতা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. তাই নাকি কবি সৌমিত্র চক্রবর্তী। কি জানি !! :)

  6. বাপরে বাপ 

    "নখের ঝিনুকে এঁকে সমগ্র পৃথিবী
    তাকিয়ে কাটাতে পারে একটি জীবন—"

     

    heart

     

     

  7. মুগ্ধ হলাম – প্রতিটি লাইনে।  

  8. "আমি শুধু তোমাকেই জানি
    কবি, আমি শুধু তোমাকেই চিনি।"

     

    এখানেও অচেনার কতকথা। সুন্দর !   

  9. বরাবরের মত মুগ্ধ হলাম শ্রদ্ধেয়,,, 

  10.  

    সুন্দর উপস্থাপনা। ভাষা প্রয়োগ ও শব্দের ব্যবহার যথাযথ।
    সুন্দর কাব্যিকতায় মুগ্ধ করলেন কবিবন্ধু।
    সাথে থাকুন, পাশে রাখুন
    প্রীতি আর ভালবাসার
    অটুন বন্ধনে।
    জয়গুরু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।