তোমরা সবাই চেনো নদীটাকে, নদীটার নাম ছিলো নারী

একটা নদী ছিলো
উচ্ছল পাহাড়ি
কলকল ছলছল বয়ে যেত;

একটা নদী ছিলো
মন অভিমানী
যখন তখন অভিমান
অভিমানে ভাটা আর অভিমানে জোয়ার;

একটা নদী ছিলো
খুব, খুব রাগী
যখন তখন রাগে দুকুল ছাপিয়ে বন্যা
পাড়ের মানুষগুলোর কি হবে, কখনো ভাবে না;

একটা নদী ছিলো
বড্ড অবুঝ
তোমরা পাড় ভাঙা দেখেছ
নদী পাড়ের লোক;

নদীর ভালোবাসা দেখেছ কখনো?
সেও কিন্তু দুকুল ছাপানো
ভাসানো, ডোবানো;

আমি নদীর সৃষ্টি দেখেছি পাহাড় থেকে
বেড়ে ওঠা দেখেছি ঝর্ণা হয়ে নেমে গেছে
কৈশোর থেকে যৌবন দেখেছি কলকল ছলছল বয়ে যেতে
নদীর ভালোবাসা দেখেছি, জমিতে উর্বর পলি দিতে
অভিমান দেখেছি জোয়ার ভাটায়
রাগ দেখেছি পাড় ভেঙে দেয়ায়
নদীর নিজের ভেঙে যাওয়া দেখেছি কান্নায়, কত কত শাখা হয়ে
আমি নদীর মরে যাওয়া দেখেছি, রাগ-দুঃখ-অভিমানে;

তোমরা সবাই চেনো নদীটাকে,

নদীটার নাম ছিলো নারী।

___________________
Ban Mai Khao, Thailand.

14 thoughts on “তোমরা সবাই চেনো নদীটাকে, নদীটার নাম ছিলো নারী

  1. অভিমান দেখেছি জোয়ার ভাটায়
    রাগ দেখেছি পাড় ভেঙে দেয়ায়
    নদীর নিজের ভেঙে যাওয়া দেখেছি কান্নায়।

    অদ্ভুত সুন্দর এবং সুন্দর আপনার আপনার কবিতার কথা। 

  2. তোমরা সবাই চেনো নদীটাকে,
    নদীটার নাম ছিলো নারী।

    এক্সিলেন্ট মি. যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. ভালো কবিতাটি পড়লাম যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. পরিচ্ছন্ন কবিতা বুঝি একেই বলে কবি জীবন বাবু। অভিনন্দন। :)

  5. যাযাবর জীবনের কবিতা পড়ে গেলাম ভাই। :)

    1. অনেক ধন্যবাদ প্রিয় লেখক।     

  6. দেখেছি নদীটিকে। নদীর রাগও দেখেছি! অভিমানও দেখেছি! নদীর কষ্টও দেখেছি! নদীর চোখের স্বচ্ছ জল দেখেছি। নদীটির অবস্থান আমার থেকে কয়েক গজ দূরে!

  7. খুব ভালো লাগা নিয়ে পড়লাম আপনার কবিতা । খুব সুন্দর ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।