কে গেল কোথায়

কে গেল কোথায়

সে আমার রাখে না খবর তাই
আমি ডাকি না তারে জুয়ার আসরে।
ঘড়ির ডায়ালে আর লিখে রাখি না
ক্ষমাই প্রভূত শক্তির উৎস
আমারে সে ডাকে না
আমারে সে চেনে না এমন ভাবে
আমারে সে ফেলে দেয় বাতিলের খাতায়।

অথচ তার দিন কাটে তারা গুণে
যেসব তারায় সে পায়না খুঁজে আমার ঘরবাড়ি
একে তাকে জিজ্ঞেস করে খোঁজে ঠিকানা
নিখোঁজ মানুষের ভিড়ে।
যেভাবে ছেড়ে গেছে, ভয় হয়
সেও যেন একদিন এমন
সেও যেন তাদেরই মত মৃত্যুকামী মানুষ
চল্লিশেই যাকে আশির ভ্রম লাগে।

আমাকে যে রেখে গেছে এত সোহাগের মাঝে
দেখা পেলে তারে বলো আশীর্বাদে আছে
আমার এখন যেমন কাটে দিন, অস্থির
ভুলে যাইনি তাকে শুধু ভাববার
আর হয়না অবসর
সে যেন আর না আসে
ভুলে যেন যায় যেমন সে ভেবেছিল আগে
ফাঁকিতে যেন না পড়ে আর
আমাকে ভুলে গেছে ভেবেও ভোলেনি যে
এবার দোহাই দিও তারে
সে যেন ভুলে যায় এই আমারে
সে যেন এমন লুকিয়ে অশ্রু
না কাঁদে আর হাসিমুখে।

26 thoughts on “কে গেল কোথায়

  1. সে যেন ভুলে যায় এই আমারে
    সে যেন এমন লুকিয়ে অশ্রু … না কাঁদে আর হাসিমুখে।

    অসম্ভব আকুতিময় লিখা। পাঠকের হৃদয়ে দাগ কাটবেই। অভিনন্দন বন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. পুরো কবিতাটিই এককথায় অসাধারণ কবি শাকিলা তুবা। 

  3. উফ অসহ্য সুন্দর কবিতা আপি

    শুভ কামনা আর ভালোবাসা রইলো

  4. আমাকে ভুলে গেছে ভেবেও ভোলেনি যে
    এবার দোহাই দিও তারে
    সে যেন ভুলে যায় এই আমারে
    সে যেন এমন লুকিয়ে অশ্রু
    না কাঁদে আর হাসিমুখে।

    বিরহের গান লিখেছেন দেখছি????

    1. মন্তব্যে ভালো মূল্যায়ণ করেছেন ভাই। :)

  5. প্রাণ জুড়িয়ে গেলো কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. কারণ বলতে পারবো না কেনো, কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। 

  7. যেহেতু কিচ্ছুই বুঝতে পারিনি, মনে হচ্ছে উচ্চমার্গের অনেক ভালো কিছুই হবে। 

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gifcheeky

     

    আপনি অসুস্থ শুনে আজ ব্যাপক দোয়া করলাম। আজ কেমন আছেন?  কি ধরনের সমস্যা হচ্ছে?  কি হয়েছে? 

  8. অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম
    সুন্দর উপস্থাপনা বিষয়বস্তু সুন্দর ও সাবলীল

    শব্দের ব্যবহার যথাযথ কবিতাটি নিঃসন্দেহে
    সবার ভালো লাগবে আশা রাখি

    সর্বদাই সাথে থাকবেন
    প্রত্যাশা রাখি জয়গুরু!

  9. আপনজন খবর না নিলেও তাদের সবসময় স্মরণে রাখি, শ্রদ্ধেয় কবি তুবা দিদি। আপনার লেখা কবিতা ভুলে যাওয়া কিছু প্রিয়জনদের স্মরণ করিয়ে দেয়। 

    ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।