এই বিষ সময়

এই বিষ সময়

ফিসফিস বিষাক্ত কথারা এখন স্পষ্ট
ফিসফিস উচ্চারণের হিলহিলে সাপ
গর্বিত পা ফেলছে পাকা রাজপথের ছাইকালো রঙে
নীলাঞ্জনা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
হাওয়ায় অক্সিজেনের উপস্থিতি কমে এসেছে
কালো পিচ রং অবিশ্বাসের দুর্বোধ্য জটীলতায়
এখন পিচ্ছিল লোভের হাতে ছিনিয়ে নেওয়া তিনরঙা পতাকা
উড়ছে উড়ছে উড়ছেই পতপত্
আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস
সন্দেহের গাঢ় ঢেউ আছড়ে পড়ছে একের পর এক
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
শ্বাস ভাগ করে নাও সাধারণ মাথাদের মাঝে
লোভের হাতে দাউদাউ জ্বলন্ত মশালের সামনে
মানবশৃঙ্খল গড়ে বল, ‘মিথ্যা, তোমাকে প্রত্যাখ্যান করি’

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

24 thoughts on “এই বিষ সময়

  1. একটি কবিতাকে শব্দের তুলি-জাদুতে কিভাবে অসাধারণ করা সম্ভব তুমি জানো কবি। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  প্রত্যাখ্যান করতেই হচ্ছে শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। লোভ থেকে দূরে থেকে সাধারণ মানুষের মাঝেই আছি দাদা।

    আপনার কবিতায় অনেককিছু বোঝার আছে দাদা। 

  3. ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে

    নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত…

    চমৎকার প্রকাশ ,কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. চমৎকার কবিতা নিঃসন্দেহে কবি সৌমিত্র চক্রবর্তী। ভালো লাগে আপনার সৃষ্টি। :)

  5. আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
    লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস
    সন্দেহের গাঢ় ঢেউ আছড়ে পড়ছে একের পর এক
    ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
    নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত

    আবেগের বহিঃপ্রকাশ দারুন হয়েছে।

    শুভ কামনা রইল কবি।

    1. ধন্যবাদ কবি যুনাইদ ভাই। ভালোবাসা ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
    লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস।

    চমৎকার কবি সৌমিত্র চক্রবর্তী।

    1. ধন্যবাদ কবিবোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. কালসাপেরা ভয়ের ক্লোরফর্ম দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আমাদের। যদিও কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পালটা হামলা চালালে ৩০ সেকেন্ড লাগবে সাপ নিধনে। 

  8. ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
    নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত

    এই যাদুটা যদি শিখা যেতো আমিও এমন করে লিখতাম।
    শুভকামনা রইলো সৌমিত্র চক্রবর্তী দা।

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. সৌমিত্র দা',

    পৃথিবীর অনেক যন্ত্রনা বুকে ধরে নীলকণ্ঠ হয়েও এ কবিতায়  ভালবাসার প্রকাশ অসাধারণ ।আজাদ ভাইয়ের কমেন্টটা কপি করতে ইচ্ছে করছে । সৌমিত্র দা' কবিতায় অনেক ভালো লাগা ।

    1. সহস্র ভালোবাসা কবি খন্দকার ইসলাম ভাই। খুশি হলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  10. ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
    নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
    শ্বাস ভাগ করে নাও সাধারণ মাথাদের মাঝে
    লোভের হাতে দাউদাউ জ্বলন্ত মশালের সামনে
    মানবশৃঙ্খল গড়ে বল, ‘মিথ্যা, তোমাকে প্রত্যাখ্যান করি’

    অসাধারণ ভাবনা কবি ।
    সুন্দরে শুভ্রতায় কাটুক প্রতিদিন।

    1. ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।