এই বিষ সময়
ফিসফিস বিষাক্ত কথারা এখন স্পষ্ট
ফিসফিস উচ্চারণের হিলহিলে সাপ
গর্বিত পা ফেলছে পাকা রাজপথের ছাইকালো রঙে
নীলাঞ্জনা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
হাওয়ায় অক্সিজেনের উপস্থিতি কমে এসেছে
কালো পিচ রং অবিশ্বাসের দুর্বোধ্য জটীলতায়
এখন পিচ্ছিল লোভের হাতে ছিনিয়ে নেওয়া তিনরঙা পতাকা
উড়ছে উড়ছে উড়ছেই পতপত্
আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস
সন্দেহের গাঢ় ঢেউ আছড়ে পড়ছে একের পর এক
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
শ্বাস ভাগ করে নাও সাধারণ মাথাদের মাঝে
লোভের হাতে দাউদাউ জ্বলন্ত মশালের সামনে
মানবশৃঙ্খল গড়ে বল, ‘মিথ্যা, তোমাকে প্রত্যাখ্যান করি’
একটি কবিতাকে শব্দের তুলি-জাদুতে কিভাবে অসাধারণ করা সম্ভব তুমি জানো কবি। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। গুড লাক।
আমার কৃতজ্ঞতা জেনো প্রিয় ভাই।
প্রত্যাখ্যান করতেই হচ্ছে শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। লোভ থেকে দূরে থেকে সাধারণ মানুষের মাঝেই আছি দাদা।
আপনার কবিতায় অনেককিছু বোঝার আছে দাদা।
বিশেষ কৃতজ্ঞতা কবি নিতাই বাবু।
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত…
চমৎকার প্রকাশ ,কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।
ধন্যবাদ বোন হাসনাহেনা রানু।
চমৎকার কবিতা নিঃসন্দেহে কবি সৌমিত্র চক্রবর্তী। ভালো লাগে আপনার সৃষ্টি।
ভালোবাসা কবি সুমন ভাই।
আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস
সন্দেহের গাঢ় ঢেউ আছড়ে পড়ছে একের পর এক
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
আবেগের বহিঃপ্রকাশ দারুন হয়েছে।
শুভ কামনা রইল কবি।
ধন্যবাদ কবি যুনাইদ ভাই। ভালোবাসা ভালোবাসা।
আশ্চর্য ক্লোরোফর্মের বেহুঁশি আপাত সুগন্ধে
লোভের অষ্টাবক্র শরীরের পিছু নিয়েছে ঘুমন্ত বিশ্বাস।
চমৎকার কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবিবোন সাজিয়া আফরিন।
দারুণ কবিতা বস্।
ধন্যবাদ আবু সাঈদ ভাই।
কালসাপেরা ভয়ের ক্লোরফর্ম দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আমাদের। যদিও কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পালটা হামলা চালালে ৩০ সেকেন্ড লাগবে সাপ নিধনে।
ভালো আইডিয়া আসিফ আহমেদ।
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
এই যাদুটা যদি শিখা যেতো আমিও এমন করে লিখতাম।
শুভকামনা রইলো সৌমিত্র চক্রবর্তী দা।
ভালোবাসা কবি আদেল পারভেজ।
অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
সৌমিত্র দা',
পৃথিবীর অনেক যন্ত্রনা বুকে ধরে নীলকণ্ঠ হয়েও এ কবিতায় ভালবাসার প্রকাশ অসাধারণ ।আজাদ ভাইয়ের কমেন্টটা কপি করতে ইচ্ছে করছে । সৌমিত্র দা' কবিতায় অনেক ভালো লাগা ।
সহস্র ভালোবাসা কবি খন্দকার ইসলাম ভাই। খুশি হলাম।
ভালোবাসার নীল সমুদ্রবিহারী পুষ্পক তরণীর গায়ে
নীলাঞ্জনা এ ক্লেদাক্ত সময়ে হাতে রাখ হাত
শ্বাস ভাগ করে নাও সাধারণ মাথাদের মাঝে
লোভের হাতে দাউদাউ জ্বলন্ত মশালের সামনে
মানবশৃঙ্খল গড়ে বল, ‘মিথ্যা, তোমাকে প্রত্যাখ্যান করি’
অসাধারণ ভাবনা কবি ।
সুন্দরে শুভ্রতায় কাটুক প্রতিদিন।
ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই।