সমস্বর যাত্রা

সমস্বর যাত্রা

পালিয়ে যাই ছায়া হয়ে
যখন রোদ্দুর হতে সাধ জাগে।

এরপর পৃথিবীর সব রূপ
অন্ধকারের দিকে ধাবমান
সকালের জ্যোত্স্নায় পাখিদের স্নান
বড় বেশী রুগ্ন দেখায়
সমস্বরে বেজে ওঠা একটানা কা কা কা
ছড়িয়ে যাওয়া আকাশকে ঢেকে রাখে
কালো ডানার বাজুবন্ধে।

এর নীচে প্রবল ছায়া
ফিরিয়ে দেয় রোদ প্রাচীর
তখন, ঠিক তখনই
বেঁচে থাকা ইচ্ছেটাই প্রবল হয়ে ওঠে
অথচ পালিয়ে যাই ছায়া ছেড়ে
রোদটা তখন দ্বিপ্রহরের দুপুর,
রত্ন বিচ্ছুরিত হাহাকার।

উপর থেকে নীচ পর্যন্ত
তখন শ্রান্ত কোনো যোদ্ধা ছায়াহীন একস্বর শুধু।

20 thoughts on “সমস্বর যাত্রা

  1. গত কয়দিন সন্ন্যাসিনী কিছুটা একটিভ, দেখে খুবই ভালো লাগছে। সকল অসুস্থতা, ক্লান্তি দ্রুতই দূর হবে, দেখে নিয়েন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    পৃথিবীর সূচনা লগ্ন থেকেই অন্ধকার ছেয়ে ফেলতে চেয়েছে সব কিছু, আবার আলো নিয়ে এসেছে যোদ্ধাদের দল। কখনো তারা ক্লান্ত, কখনো নিহত, এরপর সহযোদ্ধারা ফিরিয়ে এনেছে বিজয়, জিতে নিয়েছে আলো। সৃষ্টি কর্তারই ইচ্ছায় চলছে এই যুদ্ধ, জয়পরাজয়ও তাঁরই ইচ্ছায়। এর মাঝেই কেউ বেছে নেয় আলোর যোদ্ধা হবার সুযোগ, পাশের জন হয় তো বেছে নেয় অন্ধকারের উপাসক হবার সুবর্ণসুযোগটা। এই লড়াই চিরন্তন চলছে চলবে শেষ পর্যন্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifkiss

  2. কবিতার শান্ত স্নিগ্ধ পরশে স্নাত হলাম কবি শাকিলা তুবা। শুভেচ্ছা। :)

  3. অভিনন্দন কবি বোন শাকিলা তুবা। ভালোবাসাময় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. জীবনানুভূতি লিখেছেন প্রিয় কবি দিদি ভাই। ভাল থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. জীবন সায়াহ্নে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে,
    কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে।

    সময় বড়ই স্বার্থপর, কিছুতেই মানে না পোষ,
    সারা জীবন শুধু দিয়েই গেলাম তারই খোরপোষ।

     

    আমার খুব প্রিয় একটা কবিতা থেকে কিছু লাইন লিখে গেলাম কবি আপু'র জন্য।

    ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাই। :)

  6. সময় নিয়ে আপনার লেখায় ফিরবো ! 

    ভালোলাগা :) 

  7. সুন্দর একটা কবিতা পড়লাম প্রিয় কবি শাকিলা আপা। ভাললাগা রেখে গেলাম।

    1. আপনার ভালো লাগায় আমারও ভালো লাগা। ধন্যবাদ আপা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।