কাল না হয় আবার নতুন স্বপ্ন দেখা যাবে!

ওমের ডানায় প্রেমের নাক ঘষতে গিয়ে
বাঁধা পড়ে গিয়েছিলি তুই ভালোবাসার ওমে
তারপর থেকে বর্ষা হেমন্ত, ঠাণ্ডা গরমে
দুজন দুজনার দমে দমে;
ভালোবাসাটাই বড্ড অদ্ভুত
তার চেয়েও কিছু অদ্ভুত অনুভূতির বাস মনে
কখন কোথায় যে হারায় হারায় এ মন!
কার তরে কে জানে!

চাইলেই কি ওড়া যায়?
আমি সময়ের ডানায় উড়তে চেয়েছিলাম
তুই প্রেমের
অথচ আমরা কেও পাখি নই,
তবুও আমরা উড়েছিলাম
– প্রেমে;

চাইলেই ভাসা যায় না, যায় না ডোবা;
আমি বেশ ভেসে চলেছিলাম সময়ের স্রোতে
তুই ডুবে ছিলি আমাতে
অথচ আমরা কেও নদী নই,
তবুও আমরা ভেসেছিলাম, ডুবেছিলাম
– প্রেমে;

সারা দিনমান মনের ভেতর কত রকম স্বপ্নই না ঘোরে!
জীবনের স্বপ্ন
জীবিকার স্বপ্ন
আরেকটু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন
কিছু উচ্চাকাঙ্ক্ষার
কিছু বা শুধুই অলীক,
আর নানা রঙের অনুভূতিগুলো ঘোরে স্বপ্নগুলো ঘিরে ঘিরে;

অথচ দেখ!
রাত হলেই থিতু
রাত মানেই কালো
রঙিন স্বপ্নে কি আর জীবন চলে?
রাত গভীর হতেই হাত চলে যায় বিছানায়
পাশে কাওকে তো লাগে!
একদম আপন কেও
একান্ত নিজের
আদরে, ভালোবাসায়
স্পর্শে,
স্বপ্নে নয়, বাস্তবতায়;

আমার কাছে রাত মানেই তুই
বুকের পাঁজরে হেলান দিয়ে
আর সারারাত তোকে জড়িয়ে নিশ্চিন্ত ঘুম
প্রেমের ডানায় ওম নিয়ে;

কাল না হয় আবার নতুন স্বপ্ন দেখা যাবে!

6 thoughts on “কাল না হয় আবার নতুন স্বপ্ন দেখা যাবে!

  1. প্রত্যক্ষ অথচ পরোক্ষ কথোপকথন কবি যাযাবর। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কাল না হয় আবার নতুন স্বপ্ন দেখা যাবে! লেট দেয়ার বী লাইট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আজকে না হলে বরং আগামীকাল সম্ভব হবে কবি যাযাবর। নো টেনশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সুন্দর হয়েছে কবিতাটি প্রিয় কবি জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।