‘অতিদূর সমুদ্রের পর’

‘অতিদূর সমুদ্রের পর’

তুমি আসোনি এবং জানোনি শরীরও পিছলে যায় আর
নিক্ষিপ্ত হয় ন্যায়পরায়ণ এক দারুন ঘুমের আসরে
যেন তার ব্যথা ও আরামের মাঝে লুকিয়ে থাকে গাঢ় সব অন্ধকার
যেন তার ক্রোধ আর আমলের সাথে মিশে থাকে বিস্তারিত ফারাক।

দ্যাখো, দ্যা-খো………আর স্পর্শ করো এই মৃত্যুসমান বিরহ।

28 thoughts on “‘অতিদূর সমুদ্রের পর’

  1. অদ্ভুত এক কাব্যময়তা কবি শাকিলা তুবা। 

  2. অসাধারণ কবিতা কবিবন্ধু শাকিলা তুবা। শুভ সকাল। :)

  3. বেশ ভাবনাময় কবি তুবা আপু

  4. ভালোবা,  যতনে, উর্বর হউক হউক বুকের জমিন, স্নিগ্ধ পরশে কাটুক বেলা অবেলা অনাবিল আনন্দে।

     

    শুভ কামনা কবি।    

  5. ভালোবাসা,  যতনে, উর্বর হউক হউক বুকের জমিন, স্নিগ্ধ পরশে কাটুক বেলা অবেলা অনাবিল আনন্দে।

     

    শুভ কামনা কবি।    

  6. অতি সুন্দর। শুভেচ্ছা নিয়ত, অনন্ত।

    সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
    জয়গুরু!

    1. আপনার জন্য শুভেচ্ছা রইলো কবি। :)

  7. আমি বোকা, জটিল কথা বুঝিনা। কবিতা ৮০%ই বুঝিনা বা অন্য মানে বুঝে আবেগাপ্লুত হয়ে যাই cheeky। এটা আমার সীমাবদ্ধতা।

    বুঝা যাচ্ছে বিরহ, দুরত্ব, অভিমান কাজ করছে একসময়ের প্রিয় মানুষ এর সাথে। একজন প্রিয় মানুষ অবশ্যই ভালো, সৎ, কেয়ারিং। তারপরও কি আশ্চর্য, এতোটা অভিমান, অবিশ্বাস কিভাবে যে আসে এবং এতো দূরত্ব তৈরি করে সব সম্পর্কেই?  সত্যিই খুব আশ্চর্য হই,  মাঝেমাঝে ভাবী মন বা মস্তিষ্কের ভিতর কোন অশুভ শক্তি বা অপদেবতা কি কাজ করে এমন করে?

    অধিক প্রত্যাশা, বেশি কাছে চলে যেতে নাই। সব ক্ষেত্রেই একটা ব্রিদিং স্পেস রাখতে হয়। নাহলে সবাই একটা সময়ে হাঁপিয়ে ওঠে। বড় দেরিতে শিখেছি এটা।

    প্রতিটা কবিতার পর লেখার তারিখ দেবার অনুরোধ করছি সন্ন্যাসিনী কে। নিঃস্বার্থ সাহিত্য প্রেম এবং সাহিত্যপ্রচার, নতুনদের উৎসাহিত করার মানসিকতাটাকে খুব ভালো লাগলো, অনেক শ্রদ্ধার চোখে দেখছি এটা। kisshttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. আপনার অসাধারণ ভাবনা নিয়ে লেখা কবিতা পড়ে আমারও শরীর অবসন্ন হয়ে আসছে শ্রদ্ধেয় দিদি। কেউ যদি একটু স্পর্শ করে দেখতো! তো শান্তি পেতাম। আপনার সুন্দর কবিতায় ভালোবাসাা রেখে গেলাম।

    1. আপনার মন্তব্য গুলো ভীষণ হৃদয় ছোঁয়া এবং আন্তরিক। সালাম দাদা। :)

  9. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  10. দ্যাখো, দ্যা-খো………আর স্পর্শ করো এই মৃত্যুসমান বিরহ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    বেশ লাগল কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  11. শাকিলা তুবা আপা, 

    বিরহ, কষ্ট আর সেই সাথে ছন্দের সৌন্দর্য মিশলে ঠিক কি যে হয় জানতাম না । এখন জানি । অসাধারণ ভালো লাগা কবিতা হয় ।
    অনেক কম লেখা কবিতায়  অনেক ভালো লাগা ।

  12. সবই মিছে এই কুহেলিকাময় নশ্বর পৃথিবীতে.
    তবুও মন চায় কাউকে খুব করে কাছে পেতে,
    ভালোবাসতে কিংবা ভালোবাসা পেতে…….

মন্তব্য প্রধান বন্ধ আছে।