পিপাসার্ত ছিলি তুই
আমি এক গ্লাস পানি দিলাম ভরে
তোর তিরস্কার
গ্লাসের অল্প একটু অংশ খালি ছিল বলে;
পিপাসার্তের পিপাসা মেটাতে
গ্লাস কি আর কানায় কানায় ভরে দেওয়া যায় রে?
বুঝের ফারাক কোথাও না কোথাও তো থাকেই
কিংবা দৃষ্টিভঙ্গির
দেবার ও নেবার মাঝে পার্থক্য ভীষণ
পার্থক্য দান ও গ্রহণের মাঝে
পার্থক্য বোঝার
পার্থক্য মানসিকতার
এপার থেকে ভরা গ্লাস কেও কেও খালি দেখে ওপার থেকে
বেশীর ভাগ পিপাসার্ত তৃষ্ণা মেটায় শোকর মনে পানির গ্লাসে;
পিপাসার্ত তৃষ্ণা মেটায় জল চুমুকে
গ্লাসের কতটুকু খালি আর কতটুকু ভরা তাতে তার কি এসে যায়;
একদিন তুইও গ্লাসটা নিজেই ভরে নিবি
হাত বাড়ানোর কাওকে না পেলে
গ্লাসটা কতটুকু খালি আর কতটুকু ভরা, দেখবি না সেদিন
ছাতি ফাটা তৃষ্ণায় জল না পেলে;
আয়নায় কেন যে নিজেকে দেখি না আমরা!
সময় সময় বাতি জ্বালিয়ে,
আর অন্ধকারে বোকার মত ছায়া খুঁজি
নিজের ভেতর অন্ধ হয়ে।
অন্ধকারে বোকার মত ছায়া খুঁজি … নিজের ভেতর অন্ধ হয়ে।
কবিতাটি পড়লাম কবি। আপনার কবিতার শিরোনাম অদ্ভুত এবং অসাধারণ হয়।
অসাধারণ, হাফ-এমটি বা হাফ-ফুল দৃষ্টিভঙ্গি বা মানসিকতা। আশাবাদ এবং হতাশাবাদের মধ্যে দূরত্ব অসীম। যেমনটা কোটি টাকা সঞ্চয় এবং কোটি টাকা ঋণ এর মধ্যে দূরত্ব।
ভালো লাগলো যাযাবর সাহেব




দারুণ কবি যাযাবর ভাই।
গ্লাস কি আর কানায় কানায় ভরে দেওয়া যায় রে?
বোধনের কবিতা ভাই।