এই তো ছাড়াছাড়ি হয়ে যাবে
আর একটু পরেই
সন্ধ্যার শীত শীত ধোঁয়া আরো জমে এলে
ঢেকে যাবে মুখোমুখি দুই মুখ।
দূরের কোনো ঘরে তখনই সাঁঝবাতি
তখনই কৃষকের বাড়ীফেরা
জলে জলে বরফের নিরাপদ সেঁক
ফাঁকি দিয়ে উড়ে যাবে এতদিনকার অনুরাগ।
হয়তবা অনুরাগ ওড়ে না, মানুষই চলে যায়
কুয়াশাও গোপনেই জমে পাতার শিশিরে
আর মাত্র ক’টা দিন, শীত গিয়ে বর্ষা
মিলনে-বিরহে এমনই জলখেলা!
শিরোনামটিই একটি কবিতা কবিবন্ধু শাকিলা তুবা।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
অদ্ভুত সুন্দর প্রিয় কবি দিদি ভাই।
ধন্যবাদ কবি দিদি।
কুয়াশাও গোপনেই জমে পাতার শিশিরে
আর মাত্র ক’টা দিন, শীত গিয়ে বর্ষা
মিলনে-বিরহে এমনই জলখেলা!
শুভেচ্ছা কবি সাজিয়া আফরিন।
জলে জলে বরফের নিরাপদ সেঁক
ফাঁকি দিয়ে উড়ে যাবে এতদিনকার অনুরাগ।
* চমৎকার ভাষা শৈলী….
ধন্যবাদ ভাই।
পরম মুগ্ধতা কবি বোন শাকিলা তুবা।
শুভেচ্ছা কবি সৌমিত্র দা।
সুন্দর লিখা কবি আপা।
ধন্যবাদ কবি সুমন ভাই।
তা-ই হতে যাচ্ছে মনে হয়! সময় আর অল্প বাকি।
সমর্থনের শুভেচ্ছা দাদা।
"দূরের কোনো ঘরে তখনই সাঁঝবাতি
তখনই কৃষকের বাড়ীফেরা
জলে জলে বরফের নিরাপদ সেঁক
ফাঁকি দিয়ে উড়ে যাবে এতদিনকার অনুরাগ।"
কী দারুণ কথামালা। মন ছুঁয়ে গেলো ।
শুভেচ্ছা নেবেন আপা।
শুভকামনা রইল আপু
ধন্যবাদ আপা।
সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু খুবই ভালো। পাঠে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। আশা রাখি। জয়গুরু!
আপনাকে ধন্যবাদ দাদা।