জগৎ ভুলে যায় যাক; কিছুই যায় আসে না তাতে
জ্যোতিময় চাঁদনি রাতে আসুক ঝড়; আকাশ-পাতাল ভেঙে
ধরণী কেঁপে ওঠুক রিক্টার স্কেলের সর্বোচ্চ মাত্রা ছুঁয়ে
ধ্বংস হয়ে যাক ত্রিভূবন প্রকৃতির নিয়মে!
নদী হারিয়ে যাক সাগর মায়ায়, বিসর্জনে হোক স্বধর্মচ্যুত
চিরহরিৎ অরণ্যে অগ্নিশিখায় হোক ভস্মিভূত
বৈশাখি ঝড়ের তান্ডবে ভেঙে পডুক সপ্ত আসমান
রাত্রির নীরবতা ভেঙে শকুনের পাল ছিঁড়ে খাক; আমার হৃদয়ের জমিন
হন্তারকের বারুদে বন্দুকে আমি হয়ে যেতে পারি নিষ্প্রাণ
নেই তবু অতৃপ্তি! যদি তুমি তোমার কথা রাখ; আমি লুটে নেব নতুন জীবন।
আমি অগ্নিগিরির মুখ থেকে পূনর্জন্ম নিয়ে আসবো ফিরে
খেয়ালের ভুলে আর হবো না পথের বিবাগী নিমিষে
হন্তারকের বারুদে বন্দুকের আমি হবো প্রথম প্রতিবাদী
শেফালি ফুলের মালা গেঁথে অধীর অপেক্ষায় থাকবো নিরবধি
যে ভুলে তুমি আমায় দন্ড দিয়েছিলো সে পথ মাড়াবো না আর
যদি তুমি তোমার কথা রাখ; আমি সুপুরুষ হবো তোমার ।
বিদ্যুৎ বেগে শব্দ তরঙ্গকে পেছনে ফেলে আমি ছুটে আসবো আবার
পাথারেরর সুগভীর থেকে মুক্তোর মালা হাতে তুমি দেখিবে পাশে তোমার
ডাক দাও, ভালোবেসে; আমি পাষাণ স্তর ভেদ করে ছুটে আসবো
নাশিয়া তিমির রাত, উল্কার চেয়ে দ্রুত বেগ; অরুণ কিরণের মতো
যদি তুমি কথা রাখ; আমি আসবো ফিরে বিজয়ীর বেশে প্রতিনিয়ত।
চারিদিকে ওঠবে বেজে তান সপ্ত সুরের
পাখিদের কলকাকলিতে সাগরে আসুক জোয়ার
মধ্য গগনের রবি হয়ে যাক স্থির চতুর্দিকে আলোর বিকিরণ
কেটে যাক অমাবস্যার রাত জ্যোৎস্নায় পুলকিত উচ্ছ্বলতার বান
আমি তোমার বাহুমূলে মাথা রেখে রচিবো স্বপ্নের বাসর সমহিমায়
নরকের দুয়ারে এঁটে দেব তালা পরিপূর্ণ তৃপ্তির বাসনায়।
আমি অগ্নিগিরির মুখ থেকে পূনর্জন্ম নিয়ে আসবো ফিরে
খেয়ালের ভুলে আর হবো না পথের বিবাগী নিমিষে
হন্তারকের বারুদে বন্দুকের আমি হবো প্রথম প্রতিবাদী।
দারুণ প্রত্যয়ের কবিতা উপহার দিয়েছেন প্রিয় স্যার। অভিনন্দন।
* আপনাদের অনুপ্রেরণায় যেন চলে আমার দুহাত…
অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী।
কোট করতে চাইলে অনেক লাইন চলে আসবে হাতে প্রিয় কবি দা।
* অনুপ্রাণিত, প্রিয় কবিদি….
আপনার কবিতায় মুগ্ধ হই কবি ভাই।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি, আমিও অনুপ্রাণিত।
শুভরাত্রি।
রাত্রির নীরবতা ভেঙে শকুনের পাল ছিঁড়ে খাক; আমার হৃদয়ের জমিন। ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই।
* অনেক অনেক প্রিয় কবি দা…..
ই্উনিক। চমৎকার কবিতা পড়লাম প্রিয় কবি নীলশিখা ভাই।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি সুমন ভাই….
সুন্দর কবিতা ভাই।
* ধন্যবাদ প্রিয় কবি…
কী রূপে যে আসি আমি,
বসে বসে ভাবি!! এই জনমে আমি কি সত্যিকারের মনুষের কর্ম করতে পেরেছি?
* ধন্যবাদ কবি….
খুব ভালো লাগলো । অনেক শুভকামনা ভাই ।
* ধন্যবাদ প্রিয় কবি…
*
