আমাদের ভেঙ্গে যাওয়া সম্পর্কের ভিটিতে
মাথা উঁচু করে দাঁড়ানো অশত্থ
শাখা-প্রশাখায় বাঁধছে অণু-ঘর
যাদের দেয়ালে বিচিত্র নকশা
মাথার উপর ফুটো চালায় কখনো ঝরে বৃষ্টি জলফোঁটা
ভাটির টান যাচ্ছে গড়িয়ে পূর্ণিমায়
আমরা দাঁড়িয়ে তবু গলাগলি, সম্পর্ক ভাসিয়ে জোয়ারে।
উচ্ছ্বল চাঁদনীস্রোতে রাতের জল হেসে ওঠে
প্রজাপতির ভেজা ডানায় নরম জরীর কাজ
আলোক বিচ্ছুরণ ছুঁয়ে দেয় অন্য মথের পাখা
আমরা পালা করে পাহারা দিই নিজেদের একান্নবর্তী সাগর
সম্পর্ক ভেঙ্গেও কলমকাটা চারায় লেগে থাকে অর্ধ্বাংশ।
ফেনিল জলে আসে স্থিতি আবার
বড় ঢেউ ছোট হয়ে ছোটে ভাটিতে
পরবর্তী পূর্ণিমায় আবার জাগবে ভরা কোটাল
এভাবেই আমাদের সম্পর্কের ঢেউ
জোয়ার ভাটায় সাঁতার কাটে।
সম্পর্ক। আমরা দাঁড়িয়ে তবু গলাগলি, সম্পর্ক ভাসিয়ে জোয়ারে। এক্সাক্টলি ।
নান্দনিক লেখনী ।
খুব ভালো লাগলো আপু।
সুন্দর একটি লিখা
বসন্ত শুভেচ্ছা রইলো
ভেঙ্গে যাওয়া সম্পর্কের ভিটিতে
মাথা উঁচু করে দাঁড়ানো অশত্থ ——— বাহ দারুণ!!!