কাদা ঘেঁটে সোনা খুঁজিয়ের দল
চাঙর ফাটিয়ে হীরা তোলা জোট
ফিরে গেছে ম্লেচ্ছ, মালু, মোচলমান
সারি বেঁধে দাঁড়াও
এক এক করে আসো
থামবেনাকো পৃথিবী
গলে যাচ্ছো তুমি, ধোঁয়া হচ্ছো
সারি বেঁধে আসো
দেহের মুক্তিতে জানবে
এখানে আসলে ছিলনা কিছুই
ফিরে গেছে নীলিমা, বনলতা সেন
ফিরে গেছে নার্গিস
হীরা র’লো পড়ে, সোনা আছে লুটিয়ে
নেই তুমি, নেই নেই
ফিরেও যাচ্ছো তুমিই
ফিরে গেছে সবাই, ফিরে যায়
নুহ থেকে নিতাই
প্রপিতামহী থেকে তুমি
পিছলে পড়ছো ঝর্ণা থেকে তুমি, তুমিই।
5 thoughts on “ফিরে গেছে সবাই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নেই তুমি, নেই নেই
ফিরেও যাচ্ছো তুমিই
ফিরে গেছে সবাই, ফিরে যায়।
ভীষণ ভালো লাগলো।
দারুন। ভালো লাগলো।
বেশ ভাবনাময় কবি আপু
সুন্দর প্রকাশ .. । শুভ কামনা রইলো ।