রূপালী গ্লাস চেয়ে থাকে
ঐ থৈ- থৈ জলের দিকে-
নদীর জল শুধু ঢেউ তুলে
উচ্ছলে উঠে- নতুন একটা
কিছু একটা সৃষ্টির চোখে-
রূপালী গ্লাস চেয়ে থাকে।
হঠাৎ দূর কিনারায় ভেসে
ভেসে তুলে- কালো মেঘ!
পিছলে গেলো গ্লাসের রঙ-
মায়াবী জোছনার কি মায়া
বেড়ে যায় দৃষ্টি পলকে পলক
কি নেশায় স্পর্শ হাতে হাত!
তবু কাচের শব্দে ভেঙে গেলো
রূপালী গ্লাসের সমস্ত রঙ।
১৯ আশ্বিন ১৪২৮, ০৪ অক্টোবর ২১
কবিতা এবং কবিতায় ব্যবহৃত প্রচ্ছদ চিত্র আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে। একরাশ শুভ কামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
অনিদ্য সুন্দর উপস্থাপন
জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-