বিষণ্ণ মন্দিরা

খুব একা একা লাগে, ভীষনই একা
নিজেকে কষ্ট দিতে ভালো লাগে
ভালো লাগে বখে যেতে, নষ্ট ভাবতে
উপচানো এশট্রেতে গোঁজা সিগারেট মাথা দেখতে
ভালো লাগে ভাবতে কতটা নির্ঘুম ছিলাম গতরাত্তির
আমার কষ্ট ছুঁয়ে দূরে বয়ে যায় এক না দেখা নদী।

এখানে সব ছিল; ছিল হাসি, আনন্দ, তামাশা
একদিন নারীর মতো মন ছিল একটা
জহরীর মতো যাচাই-বাছাইয়ের দক্ষতাও ছিল
ভরা নদী-জলে থৈ থৈ আনন্দের জল ছিল
একটা মরচে ধরা আকাশ ছিল একান্ত
মেঘ কিছু দিয়ে সেও চলে গেছে ধরা-ছোঁয়ার বাইরে।

একা থাকা জ্যোৎস্না আলোর ঘোরে
নষ্ট মনের গাছে কষ্টথোকা জোনাকীরা জ্বলে
অবিরাম বাইছি নৌকা নিজ গণ্ডি ঘিরে
দেখি কষ্টও কেমন নিরাকার ঢেউ হয়ে চারপাশে দোলে!

2 thoughts on “বিষণ্ণ মন্দিরা

  1. অবিরাম বাইছি নৌকা নিজ গণ্ডি ঘিরে
    দেখি কষ্টও কেমন নিরাকার ঢেউ হয়ে চারপাশে দোলে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কষ্মাঝে সুখ আছে চমৎকার কবি আপু ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।