বৃষ্টির শহর (গান)

বৃষ্টি নামুক শহর জুড়ে
বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
বৃষ্টি নামুক অঝর ধারায়
তোমার পায়ে নূপুর হয়ে।

টুপুর টাপুর বৃষ্টি ঝরুক
তোমার শরীর ছুঁয়ে যাক
রেশমী কালো তোমার চুলে
বৃষ্টির জলে ভিজে যাক।

বৃষ্টি ধারায় ভিজিয়ে যাক
নাগরিক কোলাহল
পিচঢালা পথে নেমে আসুক
নিরবতা আর নিস্তব্ধতা।

বৃষ্টি নামুক শহর জুড়ে
বৃষ্টি নামুক তোমায় ছুঁয়ে
শীতল বৃষ্টি জলের ছোঁয়ায়
তোমার দেহ ডুবে থাক।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “বৃষ্টির শহর (গান)

  1. বেশ রোমান্টিক সুরকণ্ঠ হলে আরও সুন্দর লাগবেন কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।