বিমূর্ত তেলচিত্র

KK_Obo

চোখের সামনে যে পেইন্টিংগুলো ঝুলিয়েছ
তোমাকে সে জন্যে ধন্যবাদ
এই যে নদী-ফুল-পাখি-সমুদ্র; অবোধ্য কিচিরমিচির
ভারী চমৎকার চিত্রক্ষমতা তোমার।

মানুষ; মানুষগুলোর কান, মাথা, নিতম্ব
কি বিচিত্র! কি অপূর্ব বিভ্রম!
শব্দশীল সব ধাতবের ঊর্ধে এর গন্তব্য
অদেখা মনের ছবি তুমি এঁকেছ এতটাই নিখুঁত।

আবারও বলি, ভারী চমৎকার চিত্রদক্ষতা তোমার
লোকে কত নামে ডাকে তোমাকে
আমি বলি, প্রভু হে; আমার আল্লাহ!

2 thoughts on “বিমূর্ত তেলচিত্র

  1. আবারও বলি, ভারী চমৎকার চিত্রদক্ষতা তোমার
    লোকে কত নামে ডাকে তোমাকে
    আমি বলি, প্রভু হে; আমার আল্লাহ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. চমৎকার লিখেছেন, কবি দিদি। 

    শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।