দিনশেষে তুমি এক ডানাকাটা বিষণ্নতা
অপার্থিব জীবনের হাতছানি
বেলাশেষে তুমি কেউ নও
জানে রোদ জানে জল
শুধু জানলে না তুমি
শূন্যের ভেতর হেঁটে যায়
রক্তমাংসহীন মানবী এক
সামনে শুধুই ধুঁ ধুঁ
ভালবাসো চাই না বাসো
খোলা মাঠই গন্তব্য
শূন্য এবং শূন্য
ওটাই ডেস্টিনি
দিনশেষে তুমি পদার্থের সংজ্ঞা ভুলে যেও
ভুলে যেও ভর
কেননা সবটাই অলীক
তুমিও যেমন…..
দিনশেষে তুমি পদার্থের সংজ্ঞা ভুলে যেও
ভুলে যেও ভর
কেননা সবটাই অলীক
তুমিও যেমন…
বেশ বাউলাপলার ছোঁয়া কবি আপু ভাল থাকবেন