মেঘে মেঘে আজ অনেক বেলা
রৌদ্রস্নাতে দীঘল কায়া।। ভিজে যায় হিজল গা’র পথ।
বৃষ্টি ফুলে ঘাসফড়িং এর মেলা
খেলা করে অচিন ছায়া।। আলো ছায়ায় অদেখা শপথ।
ছায়ার আড়ালে লুকিয়ে থাকা মানুষ।। চেনা তবু অচেনা
মুখ ও মুখোশে অদৃশ্য দানব–
কে বা’ জানে ফুল হাতে ধ্বংসে মত্ত।। কি’ই বা সব জানা
সৃষ্টি ও ধ্বংসের রঙিন প্রচ্ছদ।
বৃষ্টি ফুলে ঘাসফড়িং এর মেলা …
খেলা করে অচিন ছায়া।। আলো ছায়ায় অদেখা শপথ।
হু চমৎকার এক কাব্যিক প্রকাশ কবি কেমন আছেন