কবিতা

তোমার পায়ের পাতা মুছে নেয়া এই ঢেউ
আর কক্ষনো ফিরবে না
ভাঙা ভাঙা বুদবুদ্ আর উদ্বেল হবেনা

ওই দূরে গাঙচিল পাখা ছুঁয়ে
দুএক টুকরো বাতাস তবু ছুটে আসে
এমনই এলোমেলো চুলে বারবার

পায়ের চাপে ফুটেছ যে বালুচিহ্ন
তার নাম গোলাপ সাগর হতে পারে
হতে পারে বুনো ঝাউয়ের ঝাঁঝালো দুর্নাম

এতকিছুর পরেও তুমি
সমুদ্র হতে পারলেনা রাশি রাশি
রয়ে গেল এখানে অদ্ভুত উপসাগর এক।

1 thought on “কবিতা

  1. এতকিছুর পরেও তুমি
    সমুদ্র হতে পারলেনা রাশি রাশি
    রয়ে গেল এখানে অদ্ভুত উপসাগর এক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।