তুমি যেন বৃষ্টির আকাশে এক টুকরো মেঘ,
ছুঁয়ে ফেলো সহজেই আমার আবেগ,
তুমি যেন রঙধনূ রঙে আঁকা নীল আকাশ,
ভালোবেসে কেড়ে নাও আমার যত দীর্ঘশ্বাস।
চাই এমন আবেগী আহলাদী এই মনটারে
বেঁধে রাখো প্রেমের সুতায়, বাজাও হরদম
সুখের সুর মনের তারে!
মেঘের মত মন আমার, অল্প কষ্টেই যে ভেঙ্গে হয় খান খান,
চাই মনের সাথে দাও বাড়িয়ে মনের টান।
তুমি পাশে আছো বলেই আকাশ সম পথ পাড়ি
দিতে সাহসী হই, চাই প্রেম আলোয় ভরে রাখো মন বাড়ি,
চাই না ফেলি মুহুর্মুহু দীর্ঘশ্বাস,
চাই ভালোবাসাবাসিতেই হোক তোমার সাথে বসবাস।
তুমি আমার মেঘমুক্ত আকাশের স্বচ্ছ নীল,
আমি রঙবাহারী প্রেমে তোমার মন করে রাখবো বর্ণিল,
তুমি থেকো আমি ছুঁয়ে হরদম,
আকাশ দেখতে তুমি হেঁটো, ফেলো আমার সাথে প্রতি কদম।
চাই না আমার মন আকাশে তুমি বজ্র নিনাদ হও,
চাই না পান থেকে চুন কষলেই উচ্চস্বরে কথা কও,
তোমার মন্টা শরতের মেঘ করে রেখো
আমি কাশফুল হবো, আমায় নিয়ে মন ক্যানভাসে
ভালোবাসার ছবি এঁকো।
চাই তোমার মন আকাশে মেঘ উড়ুক থোকা থোকা,
মেঘই হোক শুদ্ধ সুন্দর শুনছো বোকা?
নরম দিনের মত থাকুক তোমার বুকের বাড়ী,
তোমায় পাশে নিয়ে দিতে চাই অনন্ত পথ পাড়ি।
নরম দিনের মত থাকুক তোমার বুকের বাড়ী,
তোমায় পাশে নিয়ে দিতে চাই অনন্ত পথ পাড়ি।