ইনভিজিবিলিটি

gD

রাতগুলো কান্নার মতন এমন জরুরী নয়
এখানকার রঙ ওখানে ছড়িয়ে
কতই আর চিহ্নহীন হবে সাগর!

লোনা ঢেউছন্দ উঠে আসবে আরো কাছে
না চাইলেও ভাবতে হবে
ছিল না কেউ এখানে।

করুণ আর্তি যেটুকু দাঁড়ানো চোখের দরজায়
তাকে দেখা হয়নি এতকাল
যদিও দূরত্ব এক চোখ থেকে অন্য হাসি পর্যন্ত।

মিলিয়ে যাবে হাওয়ার কণ্ঠলগ্ন কাল
নেমে আসবার সময়ে দেখা হয়ে যাবে ফের
পাহাড় থাকবে শরীরে, মন সমতলে।

1 thought on “ইনভিজিবিলিটি

  1. মিলিয়ে যাবে হাওয়ার কণ্ঠলগ্ন কাল
    নেমে আসবার সময়ে দেখা হয়ে যাবে ফের
    পাহাড় থাকবে শরীরে, মন সমতলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।