একা মানে নিঃসঙ্গ নয়

3187

নিজের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অথবা অধীক সমর্থন থাকলেই যে নিজের বা নিজ পক্ষের অবস্থান সঠিক তা কিন্তু ঠিক না;
কখনো কখনো সংখ্যালঘু বা একা পক্ষও বিজয়ী হতে পারে বা সঠিক হতে পারে।

পৃথিবীর ইতিহাসে বেশির ভাগ কালজয়ী বিজয়ী বীরেরা তাদের যুদ্ধ বা পথ চলা একাই শুরু করেছিলেন, নবী রাসুলদের প্রায় সবাই তাদের বিশ্বাস ও প্রথা একাই শুরু করেছিলেন! সেই দলে আছেন অসংখ্য বৈজ্ঞানিক রাজনৈতিক ধর্মযাজক সহ অনেকেই।

এমনিতে বর্তমান সমাজে তারাই সংখ্যাগরিষ্ঠ যারা অত্যাধিক তৈলবাজ, মিথ্যা অভিনয়কারী, দুমুখো আচরণকারী, হালে বড়লোক, এবং লোকদেখানো ভাবসাব…
এদের বাহবা পাবার সম্ভাবনা সবসময় বেশীই থাকে। কিন্তু দিনশেষে এরাই আবার মুখ লুকানোর জন্য জায়গা খুজে!..

আসলে মনে রাখা উচিত আপনি সবসময় একা!..
যতোই বন্ধু কিংবা তথাকথিত দোস্তোরা আপনাকে ঘিরে থাকুক না কেন দিন শেষে আপনার বিবেক (যদি থাকে) আপনার আত্মা আপনাকে একা করে দেয়,মুখোমুখি করে দেয় নিজের সামনে নিজেকে।

আরেকটা কথা মনে রাখা উচিত –
লৌকিকতা সবসময় ভঙ্গুর… আপনি হয়তো লৌকিকতার গন্ডিতে পড়ে গেছেন, আর নিজের অবস্থান কে ঠিক জাহির করতে একের পর এক মিথ্যা আবরণে সত্য কে ছাপিয়ে রাখছেন- কিন্তু কতক্ষণ? কতদিন?
একদিন না একদিন সত্য সূর্যের উদয় হবে
তখন সে যখন সমস্ত অন্ধকার গিলে খাবে তখন আপনি লুকাবেন কোন অন্ধকারে…?

(একা মানে নিঃসঙ্গ নয়)

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “একা মানে নিঃসঙ্গ নয়

  1. সমস্ত অন্ধকার গিলে খাবে তখন আপনি লুকাবেন কোন অন্ধকারে…? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।