মনশ্চক্ষু

কখনো রঙ্গিন অাকাশের ধূসর সুরভিতে
তোমাকে দেখেছি সেখানে লাল টকটকে টিপে।
কখনো পূবালী বাতাসের নিকষিত অাবহে
তোমাকে দেখেছি সেখানে অপরূপ সাজে।
কখনো সোনালি চাঁদের সুভাসিত প্রদোষে
তোমাকে দেখেছি সেখানে নির্মূহ রুপে।
কখনো নিশীথ অাকাশের নক্ষত্রে নক্ষত্রে
তোমাকে দেখেছি সেখানে বিমল চিত্রে।
কখনো সূর্যাস্তের ঝলমলে ঢেউয়ে ঢেউয়ে
তোমাকে দেখেছি সেখানে জলপরীর অাঙ্গিকে।
কখনো নীল অাকাশের মেঘের ছায়ায় ছায়ায়
তোমাকে দেখেছি সেখানে অত্যুজ্জ্বল দীপ্তিতে।
কখনো শীতলপাটির নিরুদ্যম সঞ্চারে
তোমাকে দেখেছি সেখানে প্রেয়সীর সৌন্দর্যে।
কখনো বৈশাখের উষ্ণতার ফাঁকে ফাঁকে
তোমাকে দেখেছি সেখানে শৈত্য বন্ধনে।
এবং তোমাকে দেখেছি অামি বীরাঙ্গনার অাদলে।

4 thoughts on “মনশ্চক্ষু

  1. কখনো বৈশাখের উষ্ণতার ফাঁকে ফাঁকে
    তোমাকে দেখেছি সেখানে শৈত্য বন্ধনে …
    এবং তোমাকে দেখেছি অামি বীরাঙ্গনার অাদলে।

    সুন্দর এবং নির্মেদ কবিতা। অভিনন্দন কবি জাকির হোসাইন বিপ্লব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ সকাল  ও ধন্যবাদ রইল।  

  2. দারুণ কবি জাকির হোসাইন বিপ্লব ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. সুন্দর লিখেছেন কবি দা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।