স্বপ্ন

সখি তোমার জন্যে অানছি কিনে
বেলীফুলের ফুলের মালা
তোমার চুলের খোঁপায় দেব
লাগবে অপরূপা।
বালা অানছি হাতের জন্যে
অানছি অারও শাঁখা
রঙে-ঢঙে সাজবে তুমি
লাগবে নতুন জায়া।
সিঁথির জন্যে অানছি সিঁদুর
অারও কানের দুল
সোনার নোলক অানছি কিনে
অারও নাকফুল।
চাঁদের মতো মুখটি তোমার
লাগবে ঝিলিমিল
মুচকি মুচকি হাসিতে
করবে ঝিকিমিক।
অানছি অারও রাঙা শাড়ি
রাঙা লিপস্টিক
বউ সাজায়ে নিয়ে যাব
গাঁয়ের ঐ না দিক।
দেখবে গাঁয়ের বুড়োরা সব
অারও ছোকরা তত
কিলকিলিয়ে হাসবে সবাই
তাকিয়ে অাছে যত।
রাঙা ঠোঁটের রাঙা লজ্জায়
ঘোমটা যাবে নেমে
হাসবে তুমি হাসব অামি
রুমাল মুখে চেপে।
চলছি অামরা যুগল হয়ে
পিছনে সারি সারি
ভাবীরা সব চিমটি কুটবে
বলবে তুমি অাঁড়ি।
দাদারা কই বুঝবে এইবার
অন্তঃপুরের ঠেলা
চলছি অামরা চলছি ভালোই
অন্তঃপুরই ভালা।
সুখে-দুঃখে চলছি অামরা
বছর গেল সারা
বছর শেষে অাসল এক
লাল টুকটুকে অাভা।
দিনে দিনে দিন ফুরিয়ে যায়
অাসে না অার জ্বালা
হঠাৎ একদিন কাঠ ফাটা রোঁদে
অাসল মহাজ্বালা।
সকাল সকাল গিয়েছিলাম
ঐ না হালের দেশে
ফিরে এসে দেখি লহ্মী বধূ অামার
ঐ না পরবাসে।
তাহারই পাশে পড়ে অাছে অাভা
হামাগুড়ি খেয়ে
চলে গেছে অামার কলিজার টুকরা
ঐ না মায়ের দেশে।
কি জানি কি ভর করছিলে
ঐ না মা’য়ে-ছেলে
তাইতো তারা ছেড়ে গেছে অামায়
খোদার বেহেশতের দেশে।
ভালোই ভালোই থাকুক তারা
এই কামনায় করি
তাদের জন্য লিখে যাব অামি
অমর স্মৃতির বাণী।
তারপরে ভাই মরলে অামায় কবর দিও
ঐ না তাদের পাশে
জ্ঞানী-গুণী অাছে যত
দেখবে লোকে সবে।

9 thoughts on “স্বপ্ন

  1. স্বপ্ন কথায় শুভেচ্ছা শুভকামনা কবি জাকির হোসাইন বিপ্লব। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার ছন্দময় প্রকাশ কবি দা

  3. শুভেচ্ছা কবি জাকির হোসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. দারুণ ছন্দ পদ্য। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. ধন্যবাদ সবাইকে  ♥

মন্তব্য প্রধান বন্ধ আছে।