মুরুব্বী’র প্রতি মুরুব্বীয়ানা


ছবির বয়স্ক যুবকটিকে অনেকেই চেনেন। যার পোষাকি নাম আজাদ কাশ্মীর জামান। কি, চিনতে কষ্ট হচ্ছে? যারা দীর্ঘদিন থেকে অনলাইনে বা বিভিন্ন বাংলা ব্লগে লেখালেখি করছেন তারা অবশ্য তাঁকে অন্য নামে চেনেন। যে নামটি বললে মুহূর্তেই চিনে যাবেন। মুরুব্বী। হ্যাঁ, এ নামেই তিনি সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন বাংলা ব্লগে লিখছেন।

যতদূর মনে পড়ে, তাঁর সাথে আমার পরিচয় হয়েছিল একটা বাকবিতন্ডার মাধ্যমে। তখন আমরা অনেকেই প্রথম আলো ব্লগে টুকটাক লেখালেখি করি।
তারপর দিনে দিনে কিভাবে কখন যেন হৃদয়ের বন্ধনটা দৃঢ় হয়। যা আজও বিদ্যমান।

প্রবাহমান নদীতে যেমন বিভিন্ন সময়ে পলিমাটি, জীবাশ্ম, মৃত গাছপালার দ্বারা নদীর গভীরতা কমে যেয়ে স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করে।
তেমনি নানাবিধ কারণে মানুষের শরীরে রক্তের ধমনিতে অবাঞ্চিত চর্বি সৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয় স্বাভাবিক রক্ত প্রবাহ।
এসব প্রসঙ্গের অবতারণা করছি এ কারণে যে, কিছুদিন আগে এমন পরিস্থিতির কারণে মৃদু আক্রমণের (Mild Attack) স্বীকার হয়েছেন “মুরুব্বী” অর্থাৎ আজাদ কাশ্মীর জামান। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরিক্ষার পর হৃদরোগ বিশেষজ্ঞরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছেন যে তার ধমনিতে এক বা একাধিক ব্লক হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। আজ সকালে সফলভাবে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তিনটি ব্লক পাওয়া গেছে, যার মধ্যে একটি ৯২%, একটি ৯০% এবং অপরটি ৬০%-৭০%। চিকিৎসরা তাৎক্ষণিকভাবে ২টি রিং (Cardiac Stent) লাগিয়েছেন। বর্তমানে তিনি আশংকামুক্ত। আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন।

তিনি সকলের দোয়া কামনা করেছেন।

28 thoughts on “মুরুব্বী’র প্রতি মুরুব্বীয়ানা

  1. মুরুব্বী আমার প্রিয় মানুষদের একজন। তাঁর সাথে আমার পরিচয় শব্দনীড়েই। শব্দনীড়ের চড়াই-উৎরাই এর নানা আপদকালীন সময়ে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি দেখেছি শব্দনীড় ও তার ব্লগারদের প্রতি জামান ভাইয়ের কি অপরিসীম ভালবাসা।   

    আল্লাহ উনাকে দ্রুত সুস্থতা দান করুন এই কামনা করি। 

    1. আপনারা একসাথে আরো দীর্ঘদিন কাজ করুন এই কামনা রইল। 

    1. মুখটা আমারও চেনা চেনা।

      বাড়ি কোথায় জানিনা, তবে এটুকূ জানি যে উনি বগুড়ায় থাকেন। 

  2. সেই প্রথম আলো ব্লগ থেকে যাদের কে সত্যিকার অর্থে আপন করে পেয়েছি কখনো   মুরুব্বী হিসেবে, কখনো বন্ধু কখনো পথপ্রদর্শক এক কথায় একটি পরিবার হিসেবে পেয়েছি তাদের মধ্যে আজাদ জামান কাশ্মীর অন্যতম। 

    প্রথম আলো ব্লগে আমার অসংখ্য পোস্ট আছে যেখানে আপনি ( জামান আরশাদ) লুবনা আপা, মুরুবী,  জিয়া রায়হান ভাই  ,  আবু সাঈদ (হরবোলা)  খালিদ ওমর দাদু, ফকির আব্দুল মালেক,  সাইক্লোন  শিবলী ভাই কে  পেয়েছি। 

    মূলত আপনাদের জন্যই আমি   আজ  আজকের অবস্থানে আসতে   পেরেছি।     

    আপনাদের ভাল খবরে আনন্দ পাই,  খারাপ  খবরে কষ্ট পাই।     

    প্রিয় মুরুব্বী ভাই কে আল্লাহ সুস্থতা দান করুন।    

    1. অন্যদের অবদানের কৃতজ্ঞতা ঠিক আছে, কিন্তু আমি তো ছাপোষা নগন্য মানুষ।

      মুরুব্বী'র সুস্থতা কামনা করার জন্য ধন্যবাদ। 

      1. কেন?

        মনে নাই … আমার ভুল বানানের লিখা গুলোর কথা? আপনিইতো শব্দ গুলো সঠিক করে দিতেন।
        এছাড়া আপনার লিখা পড়ে অনেক কিছু যে শখেছিতা অস্বীকার করবো কিভাবে।

        আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

  3. সেই প্রথম আলো ব্লগ থেকে  আছি। মুরুব্বি   অসাধারণ  হাসি মুখে  সব কাজেই সরব ছিলেন  ছিলেন  আপনারা ও সে স্মৃতি এখনো জ্বল জ্বলে  সবাই ভালো থাকুন। 

    মুরুব্বি ভালো হয়ে উঠুন এই দোয়া  কায়মনে  আল্লাহর দরবারে। 

     

    1. আমাদের সবার প্রিয় মুরুব্বীর অন্তরালে আজাদ কাশ্মীর জামান মহাশয়ের শারীরিক সুস্থতা কামনা করি।
      তিনি আরোগ্যমুক্ত হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হোন- আমাদের সকলের তাঁর প্রতি শুভকামনা রইলো।
      জয়গুরু!

  4. আমার আশু রোগমুক্তির জন্য যারা সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বর্তমানে অপেক্ষাকৃত ভালো আছি।

    অশেষ কৃতজ্ঞতা সহ সম-শুভেচ্ছা জামান আরশাদ স্যার।

  5. শ্রদ্ধেয় মুরুব্বি দাদা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি খুব তাড়াতাড়ি তিনি শব্দনীড়ের সকলের মাঝে ফিরে আসবেন।  

  6. পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসবেন সেই প্রত্যাশা করি।

  7. বর্তমানে তিনি আশংকামুক্ত জেনে স্বস্তি পেলাম। তাঁকে আমি আমার অন্যতম আস্থাভাজন বন্ধু হিসেবে জানি। ঈশ্বর তাঁর মঙ্গল করুন।

  8. বড় ভাইয়ের অসুস্থ্যতার খবরে স্তম্ভিত হয়ে পড়েছিলাম। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।