সুখী দাম্পত্য
– যাযাবর জীবন
স্পর্শে অনুভব
স্পর্শে অনুভূতি
স্পর্শে শিহরণ
ভালোবাসার গতি;
কেও আছে
খুব কাছে
সারারাত বুকের কাছে
অষ্টেপিষ্টে জড়িয়ে আছে
যখন তখন যেভাবে খুশি
সারারাত ধরে
বুকের ভেতরে;
”সুখী দাম্পত্য”
ভালোবাসায় জড়াজড়ি।
সুখী দাম্পত্য
– যাযাবর জীবন
স্পর্শে অনুভব
স্পর্শে অনুভূতি
স্পর্শে শিহরণ
ভালোবাসার গতি;
কেও আছে
খুব কাছে
সারারাত বুকের কাছে
অষ্টেপিষ্টে জড়িয়ে আছে
যখন তখন যেভাবে খুশি
সারারাত ধরে
বুকের ভেতরে;
”সুখী দাম্পত্য”
ভালোবাসায় জড়াজড়ি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এই লিখাটি আপনার; নতুন শব্দনীড় এর প্রথম স্পর্শ বা ছোঁয়া।
অণু শব্দের ভাঁজে জীবনানুভূতির অসাধারণ পরশ থাকে আপনার লিখায়।
শব্দনীড় এ সুস্বাগতম প্রিয় যাযাবর। শুরু হোক নতুন করে চলা। ধন্যবাদ।
ধন্যবাদ দাদা
দারুন সূচনা শব্দনীড়ের এই নতুন পথ চলায়।
ধন্যবাদ ভাই
ভালো থাকুন।