সীমাবদ্ধ
– যাযাবর জীবন
সারাক্ষণ প্রেম, ভালোবাসা, মোহ
সারাক্ষণ হা, হুতাশা আর মন বিরহ
সারাক্ষণ বিচ্ছেদের আশংকা, অজানা এক ভয়
সারাক্ষণ শঙ্কা, কখন কি জানি হয়!
পেটের ক্ষুধা যেখানে খাদ্য-বিলাস
অমূলক হা হুতাশ চিন্তাগুলো কেবল স্বপ্ন-বিলাস
জীবন যেখানে খাদ্যাহ্নেষণে সীমিত
অমূলক চিন্তা ভাবনা, ভয়; জীবনে রহিত।
সীমাবদ্ধ তোর ভালোবাসার ধারা
সীমাবদ্ধ আমি, সীমিত চিন্তাধারা।
সুন্দর লিখা কবি যাযাবর জীবন। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
ধন্যবাদ জনাব
স্বাগতম স্যার।
ভাবনা, ছন্দ, শব্দ চয়ন সব মিলিয়ে চমত্কার কবিত। এক সময় মুক্ত ছন্দের লেখাগুলি ব্যপক আনন্দ দিত। কিন্তু কবিতা আর ছন্দ পরস্পর পরিপুরক বলে মনে হয় এখন। শব্দ নিয়ে খেলা, নতুন নতুন ছন্দ নিয়ে ভাব প্রকাশের প্রচেষ্টাইতো তেমন চোখে পড়ে না।
আপনার প্রচেষ্টাকে স্বাগতম। ধ ন্য বা দ।
চমৎকার একটা কবিতা পড়লাম। কবির জন্য ভালোবাসা