স্বার্থপর

স্বার্থপর
যাযাবর জীবন

কেও স্বপ্ন আঁকে সম্পর্কের সাথে
– যেমন তুই,
কেও স্বার্থ দেখে সম্পর্কের মাঝে
– যেমন আমি,
স্বার্থ ছাড়া মানুষ হয়?
স্বার্থে সম্পর্ক ক্ষয়;

কেও হিসাব কষে সম্পর্কের মাঝে
– যেমন আমি,
কেও শুধুই ভালোবাসে অকারণে
– যেমন তুই,
কারো সুদকষা আঁকতে আঁকতে
সম্পর্ক বিষময়;

আমি হিসাব বুঝিই নি
না সম্পর্কের, না স্বার্থের;
কোন কিছু না বুঝেই
আমার জীবন তুই এ তুইময়;

আমার থেকে স্বার্থপর কে আছে?

4 thoughts on “স্বার্থপর

  1. অনেক ভাল লাগে আপনার লেখা।

    শুভ কামনা।

    1. ধন্যবাদ ভাই
      ভালো থাকুন সব সময়
      শুভ কামনা

  2. বাস্তবসম্মত সরল বোধের লিখায় আমার ভালো লাগা সব সময়ই থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ ভাই

      ভালো থাকুন
      সুস্থ থাকুন

      শুভ কামনা

মন্তব্য প্রধান বন্ধ আছে।