স্মৃতির ঘর
– যাযাবর জীবন
মনের ভেতরে একটা ঘর আছে
অনেকগুলো স্মৃতি সাজানো সেখানে
থরে থরে;
বইয়ের তাক দেখেছ কখনো?
অযত্নে অবহেলায় ঘুণ ধরে
সময় গেলে
স্মৃতির তাক চকচক করে
যুগ যুগ ধরে
প্রতিটা মানুষের প্রতিটা কথা জমা থাকে
স্মৃতির ঘরে
থরে থরে;
বড্ড বেয়ারা স্মৃতিগুলো
সব ভুলে গেলেও সে ঠিকই সেজে বসে থাকে
মনের ঘরে
থরে থরে,
আর পরিবর্তন দেখে হাসে মনে মনে
মানুষের পরিবর্তন
ব্যবহারের পরিবর্তন
স্বার্থের পরিবর্তন
স্বার্থের তরে;
স্মৃতি বড্ড ভয়ঙ্কর
যুগ যুগ ধরে
মনের ঘরে।
সঠিক বলেছেন পথিক কবি নির্বাসিত জীবন।
যাপিত জীবনের স্মৃতি বড্ড ভয়ঙ্কর … যুগ যুগ ধরে মনের ঘরে।
স্মৃতি বড্ড ভয়ঙ্কর
যুগ যুগ ধরে
মনের ঘরে।
স্মৃতি বড্ড ভয়ঙ্কর
যুগ যুগ ধরে
মনের ঘরে।
স্মৃতি বড্ড ভয়ঙ্কর
যুগ যুগ ধরে
মনের ঘরে।