বৃষ্টি
কাল তুই ছিলি
আকাশ ছিল নীল
আর সূর্যের হাসি,
আজ তুই নেই
মন মেঘলা
কাঁদছে আকাশ;
কাল তুই ছিলি
রাত ছিল জ্যোৎস্না
আর চাঁদ খিলখিল,
আজ তুই নেই
দিনটাও অন্ধকার
বৃষ্টি রিমঝিম;
কাল আর আজকের মাঝে ফারাক তো কিছু আছেই
ফারাক সময়ের
দিন আর রাতের,
ফারাক অনুভবের
ভালোবাসার ও ভুলে যাওয়ার,
ফারাক জীবন যাপনের
তোর আর আমার,
তবুও আমরা মনে করি দুজন দুজন’কে
তুই মন থেকে ভুলে যেতে আমাকে
আমি মনে মনে ভালোবেসে তোকে।
যদিও অনিয়মিত আপনি; তারপরও মাঝে মাঝে আপনার লিখা পড়লে বেশ লাগে। অভিনন্দন প্রিয় নির্বাসনের কবি জীবন। অনুভূতি শেয়ার এর জন্য ধন্যবাদ।
ভাল কবিতা কবি দা।
ভালো লিখেছেন ভাই।