বেহিসাবি

বেহিসাবি

এক তুই ছিলি আর এক তুই তুই রাত
এক বুক ভালোবাসা ছিল আর বেহিসাবি চাঁদ
একদিন হিসেব কষে মেঘ করলো
মেঘটা বড্ড কালো ছিল আর কালো কালো রাত;

যেদিন জিজ্ঞাসা করেছিলি কতটুকু ভালোবাসি তোকে
সেদিন থেকে ভালোবাসা কেমন ঘুমিয়ে গেছে
হিসেব কষে স্বার্থান্বেষী
আমি শুধুই ভালোবেসেছি;

তুই বড্ড বেশী হিসেবি
ভালোবাসা বেহিসাবি।

3 thoughts on “বেহিসাবি

  1. বরাবরের মতো দারুণ এবং রোম্যান্টিক লিখা প্রিয় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাহ চমৎকার ভালোবাসা এরকমী

    অনেক শুভ কামনা কবি দা———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।