ভালোবাসার কাটাকুটি

ভালোবাসার কাটাকুটি

একটা মেয়ে ছিল
চোখ দুটো মায়া মায়া
চেহারায় লাবণ্যতা ভরা
সারাক্ষণ কি এক চিন্তায় থাকে, বড্ড মনমরা;

খুব বেশী ভালোবাসতো আমায়
বলতে পারে নি কখনো, মুখ ফুটে
মেয়েটা ছিল বড্ড বোকা
আর মায়া মায়া চোখদুটো, বিষণ্ণতায় ভরা;

আমিই কি কম ভালোবাসতাম তাকে?
আমিও কোথায় বলতে পেরেছি?
বোকার রাজত্বে আমিতো আরো এক কাঠি বারা;

ভালোই হয়েছে
দুজনারই উচিৎ শিক্ষা, মুখ ফুটে বলতে না পারা;

বলতে পারা আর না পারায় কাটাকুটি
দুজন দুজনার অপেক্ষায়, কাটাকুটি
দুজন দুজনার দহনে, কাটাকুটি
দুজন দুজনকে ভেবে, কাটাকুটি
দুজন দুজনার অনুভবে, কাটাকুটি
কাটাকুটি, ভালোবাসা আর ভালোবাসায়;

জীবন কেটে যাচ্ছে আমাদের, কাটাকুটি খেলায়
অঙ্ক মেলে না;
না ভালোবাসার, না জীবনের
তবুও আমরা ভালোবেসে যাই দূর থেকে কিংবা কাছে থেকে
প্রকাশ্যে কিংবা গোপনে;

বাইরে চেয়ে দেখ!
কেমন মন ভেজানো বৃষ্টি নেমেছে;
আজ বড্ড বলতে ইচ্ছে করছে
তোকে ঝুম বৃষ্টির মত ভালোবাসি
তোকে ভালোবাসি উথালপাথাল ঝড়ের মত
টর্নেডোর মত, ভূমিকম্পের মত;
নাহ! থাক;
বলতে হবে না,
কাটাকুটি খেলায় বড্ড বড্ড কষ্ট হবে তোর উত্তর দিতে
ঝুম বৃষ্টির মত ভালোবাসতে
সাইক্লোনের মত ভালোবাসতে
যদি ভুলক্রমে বলেই ফেলিস তাহলে টর্নেডো নেমে আসবে তোর জীবনে;

তার থেকে এইই ভালো,
আমরা চুপিচুপি ভালোবেসে যাই মনেমনে
বলা আর না বলার কাটাকুটি খেলায়;

তুইও জানলি না আমার ভালোবাসার কথা
আমিও ভেবে নিলাম, তুই ভালোবাসিসই নি আমায়;

এ এক অদ্ভুত ভালোবাসার কাটাকুটি খেলা
তোর আর আমার।

4 thoughts on “ভালোবাসার কাটাকুটি

  1. "দুজন দুজনার দহনে, কাটাকুটি
    দুজন দুজনকে ভেবে, কাটাকুটি
    দুজন দুজনার অনুভবে, কাটাকুটি
    কাটাকুটি, ভালোবাসা আর ভালোবাসায়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ধন্যবাদ রিয়া 

     

    কাটাকুটি কাটাকুটি 

     

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।