বহুরূপী

বহুরূপী

খুশি সবাইকে বিলাতে হয়, দাঁত বের করে
খুশি বৃদ্ধি দাঁতের ঝলকানিতে,
সুখের কথা জানান দিতে হয়
বিলানোতে সুখ বেড়ে যায়,
কষ্টের কথা চেপে রাখতে হয়
কি দরকার মানুষকে কষ্টের ভাগীদার করার?
দুঃখগুলো শুধুই আমার
বহুরূপী হাসিয়ে কি হবে?

আপনজনেরা সুখ হাসে, দুঃখে কাঁদে,
বহুরূপীগুলো সুখে জ্বলে, দুঃখে হাসে
চোরের মত মুখ লুকিয়ে।

8 thoughts on “বহুরূপী

  1. কি দরকার মানুষকে কষ্টের ভাগীদার করার?
    দুঃখগুলো শুধুই থাক আমাদের। ___ ভেরি গুড মি. নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুখ দুঃখ এক পাতার দুই পৃষ্টা,, 

    থাক না কারুর একান্ত একার,,

    চমৎকার লিখেছেন,,,

    শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ♥♥♥

  3. সুখের কথা জানান দিতে হয়
    কষ্টের কথা চেপে রাখতে হয়

    আপনজনেরা সুখ হাসে, দুঃখে কাঁদে,
    বহুরূপীগুলো সুখে জ্বলে, দুঃখে হাসে……/বাস্তব সত্য বলেছেন প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. দুঃখগুলো শুধুই আমার

     

    * বেশ …

মন্তব্য প্রধান বন্ধ আছে।