অর্থের অর্থ

অর্থের অর্থ

অর্থ মানুষ’কে বদলে দেয়
খুব, খুব বেশী বদল স্বভাবে
প্রাচুর্যে কিংবা অভাবে;
অর্থের অর্থ জানে কে?

চুরি সবাই করে,
প্রাচুর্যে পুকুরচুরি
অভাবে খাদ্যচুরি,
পুকুর-চোর চেনে সবাই, ধরতে যায় না কেও
কিল, চড়, ঘুষির কপাল বেটা রুটি-চোর ও;
ক্ষুধা পেট সবাই বোঝে
অর্থের অর্থ বোঝে কে?

বড্ড অসম অর্থের থাকা আর না থাকায়
অসম জীবনযাপন ধনী আর গরীবের
অসম প্রাচুর্যের আর অভাবের
অর্থের অসামঞ্জস্য তো খুব বুঝতে পার
অর্থের অর্থ জানো?

অর্থ নিয়ে আমার খুব বেশী স্মৃতি নেই
আছে অর্থকষ্ট নিয়ে
অভাবের স্বরূপ দেখেছি আমি
খাদ্য কিনেছি শ্রম বিকিয়ে,
অর্থের অর্থ খুঁজে যাচ্ছি আজো
অর্থের পিছু ধেয়ে;

সকল অনর্থ অর্থকে ঘিরে
কাটাকাটি হানাহানি স্বার্থ
স্বার্থপরতা মানুষের ভেতরে
তারও মূলে রয়েছে অর্থ,
যার যার স্বার্থ সবাই বোঝে
অর্থের অর্থ বোঝে কে?

তোমারা প্রায়শই স্বার্থের কথা বল
ক্ষুধার স্বরূপ দেখেছে কে?
স্বার্থে মানুষ কতটা বদলে যায়
আমার থেকে ভালো জানে কে?

স্বার্থের স্বরূপ দেখেছে যে জন
অর্থের অর্থ জানে সে।

8 thoughts on “অর্থের অর্থ

  1. স্বার্থের স্বরূপ দেখেছে যে জন
    অর্থের অর্থ জানে সে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আপনার কবিতা ভীষণ বাস্তবতাকে ঘিরে থাকে। শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. গুড জব প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।