মুখোশের ওপাশ এপাশ
দেখার জন্য চোখ
অথচ আমরা চোখে ঠুলি পড়ে ঘুরি
রঙিন পৃথিবীকে কালো দেখতে
কিংবা রঙিন চশমা লাগিয়ে থাকি
সাদাকালো জীবনকে রঙিন দেখতে,
আসলে চোখ আড়াল রাখতে, মানুষ থেকে
চোখ মনের কথা বলে,
যদি মনের কদর্যতা তোমরা পড়ে ফেল চোখে!
একই মানুষের হরেক চেহারা
এক এক রূপ এক এক স্বার্থে
আমরা চেহারা আড়াল করি মুখোশ ঢেকে,
চেহারায় কি দেখার আছে?
রূপের ছটা, না কদর্যতা?
সৌন্দর্য তো মনে
কদর্যতা প্রকাশে;
কত রঙের মুখোশই না আছে!
মুখোশের বাইরের রঙিন দিকটা সবাই দেখে
এপাশ ঢেকে থাকে অন্ধকারে,
মুখ থেকে মুখোশ কতই না আলাদা!
আমার মনের কদর্যতায় আমি নিজেই শিহরিত
আমার তো মুখোশ লাগেই! মন আড়াল করতে;
আয়নায় তাকাই না কত যুগ হয়ে গেছে!
ভুল করো না তোমরা, মুখোশের ওপাশ দেখে।
মুখ থেকে মুখোশ কতই না আলাদা! আলাদা তো হবেই কবি, মুখ আর মুখোশ কেনো !! শুভ সন্ধ্যা প্রিয় কবি। আশা করবো ভালো আছেন এবং ছিলেন।
সুন্দর লিখা কবি দা।
আমার মনের কদর্যতায় আমি নিজেই শিহরিত।
শুভেচ্ছা কবি জীবন বাবু।