কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকত

আজ সন্ধ্যেবেলা সাগর পারে বসে
আকাশের সাথে অনেক কথা হচ্ছিল;
সুখের কথা, দুঃখের কথা
পছন্দের কথা, অপছন্দের কথা
ভালো লাগার কথা, ভালোবাসার কথা;
যখনই তোর কথা বলতে শুরু করলাম
আকাশ অন্ধকারে ছেয়ে গেল
আমার মন খারাপ টুপ করে সাগরে এক ফোঁটা লোনা জল বাড়িয়ে দিতেই
আকাশ আমায় চাঁদ এনে দিল
আমি জ্যোৎস্নায় ভেসে উঠতেই সাগরজলও ঝিলমিল করে হেসে উঠলো,
আকাশের সাথে না হয় আরেকদিন বাকি গল্পটুকু সেরে নেব;

আজ চাঁদনিতে অবগাহনের রাত
আয় ভালোবাসায় ডুবি।

4 thoughts on “কুয়াকাটা সমুদ্র সৈকত

  1. কুয়াকাটা সৈকতে আকাশের সাথে না হয় একটি দিনের বাকি গল্পটুকু সেরে নেয়া যাক। কি আছে জীবনে প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন !! শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. সেই দিনের অপেক্ষায় থাকলাম যেদিন শুনবো কুয়াকাটার আরও অভিজ্ঞতার কথা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।