যন্ত্রমানব

যন্ত্রমানব

একটা সকাল, পাখির ডাকের
একটা দুপুর, মন খারাপের
একটা বিকেল, হলুদ হলুদ
সন্ধ্যা এলেই, বিষণ্ণ লাল

একটা দিন ভালো মন্দের
কখনো মেঘ কখনো সূর্যের
একটা রাত আনন্দ বিরহের
কখনো তারা কখনো চাঁদের

সকাল কখনো রাত’কে ছুঁতে পারে না
সূর্য ছুঁতে পারে না চাঁদ’কে
তবুও প্রহর গণনা, দিন রাত আর সূর্য চাঁদে;

একটা তুই
একটা আমি
কিছু বোধের বোধ
আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না
বড্ড ক্ষণস্থায়ী মানসিক অনুভূতি,
মানবিক অনুভব;

মানবিক অনুভূতি বইয়ের ভাষা
গল্প, কবিতার পাতায় পাতায় ঠাসা;

অনেক ভালোবেসে তুই আমায় ছুঁয়ে ছুঁয়ে দিয়েছিস
ধরে রাখতে পেরেছিস কি?
আরে বোকা, যান্ত্রিক অনুভূতিতে ভালোবাসা দাগ কাটে কি?
যন্ত্র’কে ধরা যায়, ছোঁয়া যায়
আপন করেছিল কে কবে?

আমি শুধুই একটা যন্ত্র
আমার সাথে জড়িত কেবলমাত্র অর্থ আর স্বার্থ।

8 thoughts on “যন্ত্রমানব

  1. আরে বোকা, যান্ত্রিক অনুভূতিতে ভালোবাসা দাগ কাটে কি?
    যন্ত্র’কে ধরা যায়, ছোঁয়া যায়
    আপন করেছিল কে কবে?

    নন্দিত শুভেচ্ছা জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. একটা তুই
    একটা আমি
    কিছু বোধের বোধ
    আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না
    বড্ড ক্ষণস্থায়ী মানসিক অনুভূতি,
    মানবিক অনুভব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।