বিরহ তো অন্ধকার
আমার চোখেতে তাপ
ভালোবাসায় তোর চোখে কেন?
বাষ্প বাষ্প ভাপ
চাঁদ জানে না চাঁদনি কেমন
আলো বিলিয়ে যায়
তুই ছাড়া আমি অমাবস্যা
মন অন্ধকারে ছায়
জল জানে না জলের মর্ম
বয়ে চলা সারাক্ষণ
‘তুই’ নদীতে আমার ভেসে চলা
তোতেই আমার মন
শূন্য চোখ তাকিয়ে থাকে
শূন্যতার দিকে চেয়ে
তোকে ছাড়া আমি শূন্য
ভালোবাসতে গিয়ে
এই যে এত এত ভালোবাসা!
কবিতা আর গান গেয়ে
একবার মনব্যাথা সারিয়ে দিয়ে যাস
আদর চুমু খেয়ে
চাঁদ জানে না চাঁদনি কেমন
আলো বিলিয়ে যায়
তুই ছাড়া আমি অমাবস্যা
মন অন্ধকারে ছায়।
চমৎকার প্রকাশ প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
ধন্যবাদ ভাই
দারুণ দারুণ হয়েছে কবিতাটি।
ধন্যবাদ দাদা
অনেক সুন্দর জীবন বাবু।
ধন্যবাদ রিয়া