সূর্য বলে তার কাছে তুই নেই
দিনের আলোতেও তুই নেই,
নেই রাতের অন্ধকারে,
চাঁদ বলে তুই তার কাছে নেই
জ্যোৎস্না বলে নেই তার আলোতে
নক্ষত্র বলে মিটিমিটি জোনাকে তুই নেই
আকাশ ও সাগর বলে নেই তুই তাদের নীলে
চোখ বলে নেই তুই স্বপ্নে
অথচ মন বলছে তুই আছিস
কোথাও না কোথাও তো তুই আছিসই;
তোকে খুঁজতে শুরু করলাম মনের ঘরে,
মন খুঁড়তে খুঁড়তে যতই গভীরে ঢুকছি
ততই পাচ্ছি তোকে
আমার পুরো অস্তিত্বের মাঝে
হৃদয়ের খাঁজে খাঁজে
তোতে তুইময় হয়ে ………
♥♥
আকাশ ও সাগর বলে নেই তুই তাদের নীলে
চোখ বলে নেই তুই স্বপ্নে
অথচ মন বলছে তুই আছিস
কোথাও না কোথাও তো তুই আছিসই; … অসাধারণ কবি।
আমার পুরো অস্তিত্বের মাঝে
হৃদয়ের খাঁজে খাঁজে
তোতে তুইময় হয়ে …
আমার পুরো অস্তিত্বের মাঝে। সুন্দর কবিতা।
শুভেচ্ছা কবি জীবন বাবু।