কেমন জানি এক অন্যরকম ভয়

ইদানীং মন কেমন অন্যরকম
ইদানীং ঘুমাতে গেলেই মনে সংশয়
– কাল ঘুম ভাঙবে তো?
– কাল সূর্য দেখব তো?
কেমন জানি এক অন্যরকম ভয়;

একদিকে চেয়ে থাকতে চায় না ক্লান্ত চোখ
অন্যদিকে ঘুমাতে চায় না বিক্ষিপ্ত মন
কোথায় জানি কেমন সংশয় বিভাজন;
– আচ্ছা! ঘুম মানে কি মৃত্যু?

– একদিন ঘুম ভাঙবে না
– একদিন সূর্য দেখব না
– একদিন তো মরে যেতে হবেই
আচ্ছা! মরে যাওয়ার পরে কি অনুভূতি থাকে?

আমি প্রতিদিন সংশয়ে থাকি ঘুমের আয়োজনে
– এক সময় অপেক্ষার প্রহর গুনতে গুনতে চোখ বন্ধ হয়ে যায়
– মন ঘুমিয়ে যায়;

একদিন,
কোন একদিন এই ঘুম আর ভাঙবে না…………

5 thoughts on “কেমন জানি এক অন্যরকম ভয়

  1. সুন্দর কবিতা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভয় নেই কবি যাযাবর ভাই। ভালোবাসা ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. চমৎকার কবি জীবন বাবু। অশেষ শুভকামনা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।