হয়তো এখনো ভালো করে খোঁজাই হয় নি

খুঁজিস কাকে?
অস্থির হয়ে;

আমরা অস্থির হই খুঁজে ফিরে
অস্থির হই ভুল সময়ে খুঁজে
অস্থির হই ভুল জায়গায় খুঁজে,
আছে,
কেও না কেও তো আছেই
প্রত্যেকটা মানুষের জন্য কেও না কেও নির্দিষ্ট হয়ে;

হয়তো এখনো দেখা মেলেনি
হয়তো এখনো ভালো করে খোঁজাই হয় নি
তাই হয়তো তাকে খুঁজে পাস নি,
তবে আছে,
কেও তো একজন আছেই,
মাঝে মাঝে কিন্তু খুঁজতে হয় মনের ভাঁজে
ওখানে দেখেছিস ভালো করে উল্টেপাল্টে?

দেখিস!
একদিন নিশ্চয়ই খুঁজে পাবি তাকে;

সেদিন খুব বৃষ্টি হবে সারাদিন
উথাল-পাথাল জ্যোৎস্না হবে সারারাত,
সেদিন তুই ভিজবি
সাথে সে,
বৃষ্টি
জ্যোৎস্না
আর ভালোবাসার কান্না-বিলাসে।

5 thoughts on “হয়তো এখনো ভালো করে খোঁজাই হয় নি

  1. কেউ না কেউ তো আছেই …
    প্রত্যেকটা মানুষের জন্য কেউ না কেউ নির্দিষ্ট হয়েই আছে।

    চমৎকার জীবনদর্শন প্রিয় কবি প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. আমরা অস্থির হই খুঁজে ফিরি, অস্থির হই ভুল সময় খুঁজি। ঠিকই বলেছেন যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আজকের কবিতায় কোথাও যেন সামান্য তালের ব্যত্যয় লক্ষ্য করলাম। নাকি আমারই পড়ার ভুল হচ্ছে ঠিক বুঝতে পাচ্ছি না। এনিওয়ে থ্যাংকস ফর এভরিথিং জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. সেদিন খুব বৃষ্টি হবে সারাদিন
    উথাল-পাথাল জ্যোৎস্না হবে সারারাত,
    সেদিন তুই ভিজবি, সাথে সে, বৃষ্টি জ্যোৎস্না
    আর ভালোবাসার কান্না-বিলাসে।

    বাহ্ যাযাবর জীবন ভাই।

  5. অনুভূতির দারুণ প্রকাশ কবি ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।