অভাবী আমরা, প্রাচূর্যতার মাঝে ডুবে থেকে

বড্ড অভাবী আমরা
মানসিক ভাবে,
অভাবী আমরা, স্বভাবে;
অভাব আমাদের রন্ধ্রে রন্ধ্রে
কোষে কোষে
অভাবী আমরা, প্রাচূর্যতার মাঝে ডুবে থেকে;

অভাব নেই কার ঘরে?

কারো খাদ্যের অভাব
কারো বস্রের
কারো টাকার অভাব
কারো মাথা গোঁজার ঠাঁই এর
কারো সুখের অভাব কারো দুঃখের
কারো ভালোবাসার কারো ভালোবাসার মানুষের,
আর কারো কারো তো অঢেল প্রাচূর্যতার মাঝে ডুবে থেকেও অভাব মনুষ্যত্বের;

আমি নিজেকে বলি অভাব-বিলাসী,
মনে রংবেরঙের ইচ্ছে অভাব তৈরি করি
আর অভাবের বিলাসিতায় হাসি;

মানুষের প্রয়োজন কতটুকু?
সাড়ে তিন হাত মাটি।

4 thoughts on “অভাবী আমরা, প্রাচূর্যতার মাঝে ডুবে থেকে

  1. প্রাচূর্যে ডুবে থেকেও আমরা অনেকেই মনুষ্যত্বের অভাবী। ঈদ মোবারক কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ঠিক তাই কবি যাযাবর জীবন। বড্ড অভাবী আমরা। ঈদের শুভেচ্ছা রইলো। 

  3. কারো ভালোবাসার কারো ভালোবাসার মানুষের,
    আর কারো কারো তো অঢেল প্রাচূর্যতার মাঝে ডুবে থেকেও অভাব মনুষ্যত্বের। সত্য। 

  4. সুন্দর কবিতা কি জীবন বাবু। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।