এখানে নানা রঙের সমাহার কোনটাই প্রকট নয়

বড্ড ঝাঁ ঝাঁ রোদ আজ এখানে
আকাশটা কেমন যেন ধোঁয়াটে নীল নীল
সাগরটা সবুজাভ নীল,
এখানে সবুজগুলোও অন্য রকম
কচি নারকেল আর ঘন কেয়া তে মেলানো মেশানো;

অনেকক্ষণ রোদে হাঁটলে কেমন যেন এক নেশা লেগে যায়
রোদের নেশা
বালির নেশা
গরমের নেশা
সাগরের নেশা
ঢেউ এর নেশা,
মাঝে মাঝে বালু দিয়ে হাঁটি
মাঝে মাঝে পাথর
আর মাঝে মাঝে পানি,
মাঝে মাঝে ধুসর বালু মাখি
মাঝে মাঝে সবুজ পাতা
মাঝে মাঝে নীলাভ সবুজ লোনা জল,
শরীরে নানা রঙ মাখানোর চেষ্টা করছি
মনে নানা রঙের অনুভুতি;

এখানে নানা রঙের সমাহার
কোনটাই প্রকট নয়
সবগুলো রঙই কেমন যেন হালকা হালকা
একটার সাথে আরেকটা মেলানো
আমি মেলানো মেশানো রঙের খেলা খেলছি একা একা
মনে প্রকট অনুভূতি নিয়ে
আর সবুজের সাথে নীলের মিশে যাওয়া দেখছি
হতবিহ্বল হয়ে;

আমি প্রকৃতির নানা রঙ দেখছি দুচোখ মেলে
আর অনুভুতির নানা রঙ দেখছি মন খুলে খুলে;

একদিন আমি আর কোথাও যাব না
একদিন ভাসবো না নীলে
একদিন সবুজও দেখব না
ধুসর মাটিতে মাটি হয়ে যাব মিলে।

4 thoughts on “এখানে নানা রঙের সমাহার কোনটাই প্রকট নয়

  1. 'আমি প্রকৃতির নানা রঙ দেখছি দুচোখ মেলে
    আর অনুভুতির নানা রঙ দেখছি মন খুলে খুলে;'

    ___ সেই ভালো সেই ভালো প্রিয় কবিবরেষু যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ লিখেছেন, শুভ কামনা থাকলো………..

  3. আপনার লেখনীর মাঝে নতুনত্ব পাই কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।