কে বলেছে রোদে গরম কাটে?
তুষারে কাটে শীত?
আমি বৃষ্টিতে ভিজে ভিজে অশ্রু কাটাতে চেয়েছি
ঝুম বৃষ্টির সাথে,
তুই ভালোবাসা কাটাতে পেরেছিস কি?
কই! আমি তো মায়া কাটাতে পারলাম না হৃদয় থেকে;
একদিন খুব ভাবাবেগে তুই ভালোবাসার কথা বলেছিলি
আমি হেসে বলেছিলাম মোহ
তুই বলেছিলি প্রেম
তবুও কেন জানি না সেদিন আমি তোর হলেম,
ভুল হয়েছিল কি?
কি তাড়াতাড়িই না অদ্ভুত সময়গুলো কেটে গেছে জীবন থেকে
কখনো চড়াই কখনো উৎরাই পেরিয়ে
যতগুলো ভালো সময় আমরা পার করেছি
জীবনে তারচেয়ে অনেক বেশী খারাপ সময় পারি দিয়েছি,
এর মধ্যে অনেকগুলো ভুল বোঝাবুঝি
তোর প্রেম কমেছে কি?
মোহ কাটে নি?
জানিস! তোর জন্য এখনো আমার বড্ড মন কেমন করে
একে কি মায়া বলে?
ভালোবাসা আমি কখনো বুঝিই নি রে;
একদিন দেখিস ঠিক তোর মোহ কেটে যাবে
মায়া কাটবে কি?
ভালোবাসা?
দূরত্ব কখনো কখনো বাধা হয়ে যায় ভালোবাসার কাছে;
আজ তুই আর আমি যোজন দূরত্বে,
দূরত্ব অবস্থানের
দূরত্ব সময়ের
দূরত্ব মনের,
দূরত্বের সিঁড়ি ভেঙে কোন একদিন যদি আবার হঠাৎ দেখা হয়ে যায়!
মোহ সামনে এসে দাঁড়াবে কি?
তারচেয়ে চল না একবারেই মায়া কাটিয়ে ফেলি,
আরেকবার ভালোবেসে।
দূরত্বের সিঁড়ি ভেঙে কোন একদিন যদি আবার হঠাৎ দেখা হয়ে যায়!
মোহ সামনে এসে দাঁড়াবে কি?
নিশ্চয়ই কবি। মোহ অথবা মায়া না থাকলে কেনই বা একে অপরকে চাইবেন জনাব !!
বরাবরের মতো আপনার এই কবিতাটিও হৃদয়ে দোলা দিলো কবি জীবন বাবু।
খুব সুন্দর ভালো লাগা রইল
পড়লাম কবি।
অসাধারণ সুন্দর বর্ণনা।