যতদিন যৌবন শরীর আমার
যতদিন যৌবন শরীর তোমার
যতদিন যৌবন শরীরে প্রেম
তারপর দেখা যাবে, কে কার হলেম;
পুরুষগুলো বড্ড ছোঁকছোঁকে
যেখানে সেখানে শরীর শুঁকে,
ঘরে মহাপুরুষ সেজে থাকে
বাইরে এর ওর হাঁড়িতে শুঁকে
এক নারীতে সন্তুষ্ট কজন?
শুধুমাত্র মনে মন লাগিয়েছে যে জন;
মেয়েগুলো বড্ড ছটফটে
সেজেগুঁজে যেখানে সেখানে ছোটে
যতদিন ঘরের মানুষ যৌবনে টগবগ
ততদিনই স্বামীসুখে আহ্লাদে ডগমগ
স্বামীর যৌবন সবজি তো এখানে ওখানে ঘাটা
বোঝা যায় কার প্রেমেতে ছিলো কতটুকু আঠা;
যতদিন যৌবন
প্রেম আর প্রেম
তারপর দুজন কে কার হলেম?
যদি মনে মন থাকে তবেই প্রেমসূত্র
সকল প্রেমের উৎস
প্রেমে কামসূত্র।
ছবি: watercolor on paper by Mimo Sukh
যদি মনে মন থাকে তবেই প্রেমসূত্র
সকল প্রেমের উৎস
প্রেমে কামসূত্র।
এক্সিলেন্ট মি. যাযাবর।
বাহ দারুন।
মনে হল যেন দর্শণ শাস্র পড়েছি।
যতদিন যৌবন
প্রেম আর প্রেম
তারপর দুজন কে কার হলেম? কথা সত্য কবি যাযাবর ভাই।
সূত্রটি সংগ্রহ করে রাখলাম কবি যাযাবর ভাই।
সহজ কথায় সত্য প্রকাশ, সমসাময়ীক লেখা। শুভকামনা রইলো।
যদি মনে মন থাকে তবেই প্রেমসূত্র
এবং সকল প্রেমের উৎস।
সুন্দর কবিতা।