তোমার দেয়া বিষ গ্রহণ করেও বেঁচে থাকতে পারি
যদি তুমি একবিন্দু বিষের বিষক্রিয়াকে অনুভব করতে পারো
কেননা ভালোবাসাকে আজ আমি স্বার্থের বাটখারায় পরিমাপ করি
ভাগ করি স্বার্থ তিন প্রকার, পিতা-মাতার স্বার্থ, ভাল ও মন্দ স্বার্থ।
7 thoughts on “ভালোবাসা ও স্বার্থ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় জীবন দর্শনের সন্ধান অনুভূত হলো। কবি’র সাথে আমিও সহমত।
স্বাগতম প্রিয় মানুষ এবং শব্দনীড় এর আদর্শ বান্ধব মি. আমিন।
যেখানে যেভাবেই থাকিনা কেনো, কোনো এক স্বার্থেই হয়তো থাকবো জড়িয়ে হাওয়ার মেশিন চলবে যতদিন। শব্দনীড় এবং প্রিয় মানুষের প্রতিটি রইল স্বার্থময় ভালোবাসা।
বেশ -স্বার্থের তিনশিং গুতা দিলে
লাগে তিংরিংবিরিং
স্বার্থ ছাড়া আছে কি
গিরিং মিরিং —-
শুভ কামনা আমিন দা
অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই।
তোমার দেয়া বিষ গ্রহণ করেও বেঁচে থাকতে পারি- হ্যা! পারিতো…
অনেক ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রাখতে দিলাম প্রিয় বন্ধু
ভালো থেকো সবসময়।
ভালোবাসায় বেঁচে আছি বন্ধু।
ভালবাসা———- ভালবাসা——– ভালবাসা———-









